প্রথমবার খেলতে আসা জর্জিয়ার কাছে হেরে গেল রোনালদোর পর্তুগাল

প্রকাশিত: ১১:২৪ পূর্বাহ্ণ, জুন ২৭, ২০২৪

ফিফা র‍্যাংকিংয়ের ৭৪ তম স্থানে জর্জিয়া। যা এবারের ইউরো টুর্নামেন্টের দলগুলোর মধ্যে সর্বনিম্ন। এছাড়া এই দলটা এবার প্রথমবার খেলতে এসেছে ইউরোপের সর্বোচ্চ আসরে। আর প্রথমবারেই বাজিমাৎ। ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালকে ২-০ গোলে উড়িয়ে দিয়ে ইউরোর নক আউটে জর্জিয়া।

এদিন ম্যাচের একদম শুরুতেই পিছিয়ে পড়া রোনালদোরা দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে জোড়া গোলে পিছিয়ে পরলে। শেষ পর্যন্ত ২-০ গোলের হার নিয়েই মাঠ ছাড়ে রোনালদোরা।

তবে দ্বিতীয়বার ইউরো জয়ের স্বপ্নপূরণে আসা পর্তুগালের আগে থেকেই নিশ্চিত ছিল নক আউট পর্ব। আজ হেরে গেলেও গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই পরের রাউন্ডে যাচ্ছে রোনালদোরা

আজকের ম্যাচের আগে জর্জিয়ার ফরাসি কোচ উইলি স্যাগনল বলেছিলেন পর্তুগালকে হারানো বেশ কঠিন। সেই কঠিন কাজটাই করে দেখাল জর্জিয়া।

পর্তুগালের মতো বড় দলের বিপক্ষে জয়, ড্র, হার- যাই হোক, জর্জিয়ার সমর্থকরা সেটাই উপভোগ করবেন বলে ম্যাচের আগে জানা গিয়েছিল। ম্যাচ শেষে সমর্থকরা জয়ই উদযাপন করছেন।

এদিকে এখনও পর্যন্ত চলমান ইউরোতে সিআর সেভেনের পা থেকে গোল দেখতে পাননি তাঁর ভক্তরা। ফলে আজকের ম্যাচে পর্তুগিজ সুপারস্টারের কাছ থেকে গোলের আশায় ছিলেন লক্ষ লক্ষ সমর্থক। কিন্তু ৬৫ মিনিট মাঠে থাকলেও ভক্তদের হতাশ করেন রোনালদো।

এদিন ম্যাচ শুরুতেই এগিয়ে যায় প্রথমবার ইউরো খেলতে আসা জর্জিয়া। রাইট উইংয়ের খেলোয়াড় খভিচা কভারতসখেলিয়ার দুর্দান্ত গোল থেকে লিড নেয় নবীন দলটি।।

এরপরই ম্যাচে লড়াইয়ের আভাস পাওয়া যায়। ম্যাচ শুরুতেই পিছিয়ে পড়ায় আক্রমণের ধার বেড়ে যায় রোনালদোদের।

ম্যাচের ১৬ ডি বক্সের সামান্য সামনে থেকে ফ্রী কিক পায় পর্তুগাল। কিন্তি ক্রিস্টিয়ানো রোনালদোর দুর্দান্ত শট ঠেকে দেন  জর্জিয়ার গোলরক্ষক।

 এরপর মুহুর্মুহু আক্রমণের পসরা সাজাতে থাকে রোনালদোর।  কিন্তু আক্রমণ করলেও সুযোগ কাজে লাগাতে পারেনি তারা।

তবে ম্যাচের ২৭ মিনিটে এগিয়ে ভালো সুযোগ পেয়েছিল রোনালদোরা। কিন্তু এবারও ব্যার্থ পর্তুগাল।

এদিকে বল দখলের লড়াইয়ে প্রথমহাফে বেজায় আধিপত্য দেখায় রোনালদোরা।

এদিকে শুরুতেই এগিয়ে যাওয়া জর্জিয়াও বেশ কয়েকটা আক্রমণ করে পর্তুগালের গোলপোস্ট বরাবর। কিন্ত জোড়াল আক্রমণ করতে না পারায় ব্যার্থ হয় জর্জিয়ার আক্রমণ ভাগ।

এরপর প্রথম হাফে আর কোনোদল গোল করতে না পারায় শেষ পর্যন্ত ০-১ গোলে পিছিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে পর্তুগাল।

এরপর পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধে আবারও আক্রমণাত্মক খেলা শুরু করে রোনালদোরা। এতে ম্যাচের উত্তেজনা আরও বাড়তে থাকে।

এর মাঝেই আবারও গোল খেয়ে বসে রোনালদোর দল। এবার পেনাল্টি থেকে গোল করে এগিয়ে যায় জর্জিয়া।

২-০ গোলে পিছিয়ে থেকে আক্রমণ বাড়ায় পর্তুগাল। কিন্তু গোলের দেখা পায় না। ম্যাচের বয়স যত বাড়তে থাকে পর্তুগালের আক্রমণ যেন ততই বেড়ে যায়।

এরই মাঝে ম্যাচের ৬৫তম মিনিটে পর্তুগীজ মহাতারকা রোনালদোকে উঠিয়ে নেন কোচ।

এদিকে রোনালদো সাব হলেও পর্তুগালের আক্রমণ চলতেই থাকে। কিন্তু জর্জিয়ার ডিফেন্স রুখতে রুখতে বারবার ব্যার্থ হয় পর্তুগাল।

এরপর ম্যাচের একদম শেষ মুহুর্তেও দারুণ কিছু সুযোগ কাজে লাগাতে ব্যার্থ হয় পর্তুগাল।

এরপর ম্যাচের পুরো ৯০ মিনিট পর্যন্ত দারুণ কিছু সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি পর্তুগীজরা। শেষ পর্যন্ত ২-০ গোলের হার নিয়েই মাঠ ছাড়ে রোনালদোর পর্তুগাল।