প্রতীক্ষার অবসান, মুক্তি পেল ‘মির্জাপুর থ্রি’

প্রকাশিত: ১০:৪৪ পূর্বাহ্ণ, জুলাই ৬, ২০২৪

অবশেষে মুক্তি পেল ভারতের জনপ্রিয় সিরিজ ‘মির্জাপুর’-এর তৃতীয় সিজন। প্রথম সিজনটি মুক্তি পেয়েছিল ২০১৮ সালে এবং দুই বছর পর আসে দ্বিতীয় সিজন। দুটি সিজনই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। দর্শকদের দীর্ঘ অপেক্ষার পর চার বছর পর মুক্তি পেল তৃতীয় সিজন, যা দেখা যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম আমাজন প্রাইমে।

গত ১৯ জুন প্রকাশিত হয়েছিলো তৃতীয় সিজনের ট্রেলার। ট্রেলারে দেখানো হয়েছিলো খুন, সহিংসতা, রক্তের বন্যা, ক্ষমতার লড়াই এবং গদির লোভের গল্প। দ্বিতীয় সিজনের শেষে যেভাবে গল্পটি এগিয়ে গিয়েছিল, তাতে বোঝা গিয়েছিল যে নতুন সিজনে আরও তীব্র সংঘর্ষ দেখা যাবে।

নতুন সিজনে কালিন ভাইয়া এবং গুড্ডু পণ্ডিতের মধ্যে বড় সংঘর্ষ হতে চলেছে। ট্রেলারে এর কিছুটা আভাস পাওয়া গেছে। দ্বিতীয় সিজনে গুড্ডু ও গোলু কালিন ভাইয়াকে হত্যার চেষ্টা করেছিল, কিন্তু কালিন ভাইয়া পালিয়ে বাঁচে। তার স্ত্রীকে মকবুল বাউজি হত্যা করে এবং আরও কয়েকজন মারা যায়। মুন্না ত্রিপাঠী ও কালিন ভাইয়ার অনুপস্থিতিতে গুড্ডু বীণা ত্রিপাঠীর সাহায্যে পূর্বাঞ্চলের সিংহাসন দখল করে। তবে ট্রেলার দেখে মনে হচ্ছে, নতুন সিজনে গুড্ডুর পতন হতে পারে, কারণ ক্ষমতা অনেক সময় চালাক মানুষকেও অন্ধ করে দেয়।

‘মির্জাপুর’ সিরিজের তৃতীয় সিজনটি পরিচালনা করেছেন গুরমিত সিং ও আনন্দ আইয়ার। অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠী, আলি ফজল, বিক্রান্ত ম্যাসি, দিব্যেন্দু, শ্বেতা ত্রিপাঠী, রসিকা দুগাল এবং বিজয় ভার্মা।