সংবাদ পাঠিকা থেকে ‘শাড়িওয়ালি’

প্রকাশিত: ৪:১৪ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২৪

দুইজনেই ছিলেন সংবাদ পাঠিকা। দুইজনেই ছায়ানট থেকে গান শিখেছেন। তারা নাচে পারদর্শী। দুইজনই চাকরি ছেড়েছেন এখন দুইজনই উদ্যোক্তা। লোকে বলে শাড়িওয়ালি। এই শব্দটি কেউ ভালোবেসে বলেন আবার কেউ অবহেলা করেও বলেন। অনেকেই মানতেই চান না যে সাংবাদ পাঠিকার মতো মর্যাদাশীল চাকরি ছেড়ে শাড়ির ব্যাবসা করা যায়! কেউ মানুক আর মানুক, ভালোবাসুক অথবা না বাসুক তারা কিন্তু অদম্য। একটু একটু করে গড়ে তোলা প্রতিষ্ঠানের নাম দিয়েছেন ‘ত্রিভো’। ‘অনলাইন’ আর ‘অফলাইন’ দুই মাধ্যমেই এগিয়ে চলছে ত্রিভোর কার্যক্রম। ত্রিভোর প্রতিষ্ঠাতা যে দুই নারী তারা হলেন শ্রাবণী জলি এবং আঁখি ভদ্র।এই দুইজনকে সামনে থেকে দেখলে যমজ বোনও মনে হতে পারে। দেখতে প্রায় একরকম, কথাও বলেন একইরকম ভাবে। যারা ত্রিভোর ফেসবুক পেইজ (trivo) দেখেছেন তারা তাদের নাচ দেখেছেন এবং গানও শুনেছেন। ত্রিভোর পরিচিতি ঝড়ের গতিতে ছড়িয়ে গেছে তাদের নাচ আর গানের জন্যই। যদিও শুরুতে খুব ভেবে চিন্তে তারা এই কাজটি শুরু করেননি। বর্তমানে যারা পোশাক বিক্রি করেন তারা ফেসবুকে লাইভ করে পণ্যের প্রচারণা চালান। শ্রাবণী এবং আঁখিও সেইরমভাবেই একদিন লাইভ করার সিদ্ধান্ত নেন। যেহেতু দুইজইন নাচ এবং গান জানেন ছন্দে ছন্দ মেলাতে আর তালে তাল মেলাতে তাদের সময় লাগেনি।
পুরনো বাংলা গানের সঙ্গে নেচে ভিডিও ধারণ করেন। সেই ভিডিও সম্পাদনা করে ত্রিভোর ফেসবুক পেজে আপলোড দেন। তাদের একটি নাচের ভিডিও ভাইরাল হয়। গানটি কিংবদন্তী শিল্পী রুনা লায়লা এবং আবিদা সুলতানার গাওয়া ‘আমরাতো বানজারান’।