‘বিজয়া’য় নিজেকেই ছাড়িয়ে গেলেন স্বস্তিকা

প্রকাশিত: ৪:৩৯ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২৪

সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এ মুক্তি পেয়েছে কলকাতার ওয়েব সিরিজ ‘বিজয়া’। যেখানে প্রধান চরিত্রে অভিনয় করেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি।

২০২৩ সালে যাদবপুরের ইঞ্জিনিয়ারিং পড়ুয়া ছাত্রের রহস্যজনক মৃত্যুর স্মৃতি আজও টাটকা বন্ধুবান্ধব ও আত্মীয়-পরিজনদের মনে। পড়তে গিয়ে বয়েজ হোস্টেলে ভয়ানক র‌্যাগিংয়ের শিকার হয়েই তার মৃত্যু হয় বলে অভিযোগ। সেই চিত্রই বিজয়া সিরিজের গল্পের কাঠামো।

র‌্যাগিং-এর শিকার এক কিশোরের মৃত্যু ও তার মায়ের লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে সিরিজটি। সেই মায়ের ভূমিকায় দেখা যাচ্ছে স্বস্তিকাকে।

এই অভিনেত্রীকে এর আগেও বহুবার মায়ের চরিত্রে দেখা গিয়েছে। কিন্তু এবার যেন তিনি নিজেই নিজেকে ছাপিয়ে গিয়েছে। মায়ের মমতা, সারল্যের সঙ্গে দুর্দমনীয় প্রতিবাদ, প্রতিরোধ এবং কান্নায় ভেঙে পড়াকে ভীষণ নৈপুণ্যের সঙ্গে তুলে ধরেছেন তিনি।

নৈহাটির ছাপোষা মধ্যবিত্ত পরিবারের ছেলে নীলাঞ্জন। সে চায় না কলকাতায় গিয়ে পড়াশোনা করতে। কিন্তু মায়ের স্বপ্ন, জেদের কাছে বাধ্য হয় সে। কিন্তু কলেজে যাওয়ার মাত্র কয়েকদিনের মধ্যেই বাড়িতে তার গুরুতর আহত হওয়ার এবং তিন তলা থেকে পড়ে যাওয়ার খবর আসে। যাকে সুইসাইড কেস বলেই চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু সেই সাধারণ সুইসাইডের কেস থেকে একজন মা কী করে আসল সত্যি এবং অপরাধীদের বের করে আনে সেটাই ধরা পড়েছে এই সিরিজে।

নীলাঞ্জন এবং অহনের চরিত্রে ছিলেন দেবদত্ত রাহা এবং জিৎ। ক্ষমতাসম্পন্ন শিক্ষা ব্যবসায়ীর চরিত্রে দেখা গেছে সাহেব চট্টোপাধ্যায়কে।