কান্নায় ভেঙে পড়লেন নিকোল ! প্রকাশিত: ৬:৩৬ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২৫ পুরস্কার নিতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন ‘বেবিগার্ল’ খ্যাত নিকোল কিডম্যান! ৩ জানুয়ারি ৩৬তম পাম স্প্রিংস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে এই ঘটনা ঘটে। এদিন আরেক মার্কিন অভিনেত্রী জেমি লি কার্টিসের হাত থেকে পুরস্কার নেওয়ার সময় নিকোল তার প্রয়াত মা জেনেল অ্যান কিডম্যানকে স্মরণ করে কান্নায় ভেঙে পড়েন। তিনি এই অনুষ্ঠানে পাওয়া ট্রফিটি তার মাকে উৎসর্গ করেন। পাম স্প্রিংস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের তারকাখচিত এই অনুষ্ঠানে ‘বেবিগার্ল’ সিনেমার জন্য আন্তর্জাতিক তারকা পুরস্কার (ইন্টারন্যাশনাল স্টার অ্যাওয়ার্ড) লাভ করেন নিকোল। পুরস্কার হাতে নিয়ে এই অভিনেত্রী বলেন, ‘বাবা-মা দুজনকেই হারিয়েছি আমি। তারা আমাকে ভালবাসা দিয়েছেন, দিয়েছেন এগিয়ে যাওয়ার শক্তি।’ নিকোল আরও উল্লেখ করেন, মায়ের মৃত্যুর জন্যই তিনি গত সেপ্টেম্বরে ভেনিস চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর ট্রফি গ্রহণ করতে মঞ্চে উঠতে পারেননি। এ সময় তিনি বলেন, “আমি যেই ভেনিসে পৌঁছেছি ঠিক সেসময় তিনি (মা) চলে গেছেন। আমি ফোন পেয়েছিলাম। হালিনাকে (নির্মাতা হালিনা রাইন) বললাম, ‘তুমি কি আমার জন্য মঞ্চে যেতে পারবে?” পাম স্প্রিংস মঞ্চে দাঁড়িয়ে নিকোল আরও বলেন, ‘এই পুরস্কারটি মায়ের জন্য। আমি কৃতজ্ঞ যে, আপনাদের সকলের কাছে তার নাম বলতে পেরেছি। জীবন ও শিল্পের মধ্যে রয়েছে হৃদয়বিদারক সব বিষয়। মূলত, আমার হৃদয় ভেঙে গেছে মায়ের মৃত্যুতে।’ কাঁদতে কাঁদতে তিনি আরও বলেন, ‘কাঁদার জন্য আমি দুঃখিত। কাঁদতে চাইনি কিন্তু এখন আমার মাকে মনে পড়ছে। এই পুরস্কারটি মায়ের জন্য।’ উল্লেখ্য, ডাচ নির্মাতা হালিনা রাইনের পরিচালনায় ‘বেবিগার্ল’ সিনেমায় রোমি চরিত্রে অভিনয় করেছেন নিকোল কিডম্যান। সূত্র: এনডি টিভি SHARES বিনোদন বিষয়: কিডম্যানবেবিগার্ল