পরোটা বিক্রি ছেড়ে ওয়েব সিরিজে আসছেন ভাইরাল রাজু দা!

প্রকাশিত: ১১:৩৯ পূর্বাহ্ণ, জানুয়ারি ৫, ২০২৫

ফুড ব্লগারদের হাত ধরে কলকাতার রাস্তার খাবারের দোকানগুলির জনপ্রিয়তা বেড়েছে বেশ কিছু বছরে। আর সেই তালিকায় অন্যতম নাম রাজু দা এবং তার বিখ্যাত পকেট পরোটা। 

রাজু দার দোকান ও তার জীবনের কাহিনি এখন সবার কাছে পরিচিত। সম্প্রতি তিনি জীবনের নতুন অধ্যায়ের কথা জানালেন। যা নিয়ে মানুষের মধ্যেও কৌতূহল তৈরি করেছে।

ভাইরাল রাজু দা তার ফেসবুক পেজ থেকে পোস্ট করা একটি ভিডিওতে জানান, তিনি এবার নতুন এক অবতারে ধরা দেবেন।

ভিডিওতে তিনি বলেন, ‘আজকে আমি কোথাও ইনভাইটেড আছি, সেটা হলো একটি ওয়েব সিরিজের জন্য। খুব তাড়াতাড়ি হইচইতে এটা দেখতে পারবেন।’

যদিও তিনি স্পষ্ট করেননি, ওয়েব সিরিজটি কী? আর তার গল্পই বা কী? কবে থেকে প্রচারে আসবে?