মরুভূমিতে শুটিংয়ে গিয়ে যে তিক্ত অভিজ্ঞতার শিকান হন জেন্ডায়া প্রকাশিত: ৬:০৮ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২৫ হলিউডের তারকা অভিনেত্রী জেন্ডায়া। ২০২১ সালের হিট সিনেমা ডিউন এর সিক্যুয়াল ‘ডিউন: পার্ট টু’ –তে অভিনয় করে প্রশংসায় ভেসেছিলেন এই অভিনেত্রী। এবার সেই সিনেমার শুটিং সেটে হওয়া তিক্ত অভিজ্ঞতার কথা জানালেন তিনি। মরুভূমিতে ছবিটির শুটিং হওয়ায় ডিহাইড্রেশনের ফলে হিট স্ট্রোকের শিকার হয়েছিলেন এই অভিনেত্রী। ডেডলাইন ডটকমের প্রতিবেদন অনুযায়ী, জর্ডানে সিনেমার শুটিং চলাকালীন তাদের বাথরুমটি ছিল সেট থেকে বেশ দূরে। এজন্য জেন্ডায়া নাকি পানি পান না করার সিদ্ধান্ত নিয়েছিলেন। ডব্লিউ ম্যাগাজিনকে এই অভিনেত্রী বলেন, ‘তখন খুব গরম ছিল এবং আমি এখনো মনে করতে পারি সেটের বাথরুমগুলোও অনেক দূরে ছিল। তার উপর আপনার যদি বাথরুমে যাওয়ার দরকার হয় তবে পোশাক ছাড়তেই আপনার কমপক্ষে ১০ মিনিট সময় লাগবে। এজন্য আমি সেটে বেশি পানি খেতে চাইতাম না। এমনকি সেটে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটে যাওয়ারও ভয় ছিল আমার।’ সেটে একদিনের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে এই অভিনেত্রী বলেন, ’একদিন পর্যাপ্ত পানি না খাওয়ায় আমার হিট স্ট্রোক হয়েছিল। এখনো মনে পড়ে বাথরুমে মাকে ডেকে বলেছিলাম, আমার ভয়ংকর লাগছে। মা তখন জিজ্ঞেস করেছিল, আমি পানি খেয়েছি কি না। জবাবে বলেছিলাম, না খাইনি। আমি ভেবেছিলাম, আমি স্মার্ট ছিলাম। কিন্তু এটা একটা ভুল সিদ্ধান্ত ছিল। এটা আমার জন্য বড় একটা শিক্ষা।’ উল্লেখ্য, ফ্র্যাঞ্চাইজিটির তৃতীয় কিস্তি নির্মাণ করা হবে হার্বার্টের ’৬৯ নভেল ডিউন মেসিয়াহ’ এর উপর ভিত্তি করে। ২০২৫ সালের শেষে কিংবা ২০২৬ সালের শুরুতে এটির শুটিং শুরু হবে। SHARES বিনোদন বিষয়: জেন্ডায়াডিউনসিনেমা