সাদা পোশাকে কাউকে গ্রেপ্তার করতে পারবে না ডিবি : স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত: ৪:২৪ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০২৫

সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ বা ডিবি আর কাউকে গ্রেপ্তার করতে পারবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ডিবি অফিসে কোনো আয়নাঘর বা ভাতের হোটেলও থাকবে না। তিনি আরও বলেন, বাংলাদেশে অবৈধভাবে বসবাসরত বিদেশিদের বিষয়ে ৩১ জানুয়ারির পর ব্যবস্থা নেবে সরকার।

আজ সোমবার সকালে পাসপোর্ট অফিস ও দুপুরে ডিবি অফিস পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।

সোমবার সকাল ১০টায় আগারগাঁওয়ে পাসপোর্ট ও বহির্গমন অধিদপ্তর পরিদর্শনে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। পরে তিনি জানান, ফেব্রুয়ারির শুরু থেকেই অবৈধ বিদেশিদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার।

পাসপোর্ট করতে পুলিশী যাচাই প্রক্রিয়া নিয়ে বিভিন্ন সময়ে আপত্তি উঠেছে। এ বিষয়ে এখনই কিছু বলা সম্ভব নয় জানিয়ে উপদেষ্টা বলেন, রোহিঙ্গাদের জন্য এখনই পুলিশ ভেরিফিকেশন বন্ধ করা যাচ্ছে না।

পরে দুপুরে স্বরাষ্ট্র উপদেষ্টা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বা ডিবি কার্যালয়ে যান। পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান, নির্দিষ্ট পোশাক পরা অবস্থায় না থাকলে সাদা পোশাকে কাউকে গ্রেপ্তার করতে পারবে না গোয়েন্দা পুলিশ।

মাদকের চালান আসে বলে মিয়ানমার সীমান্তে কঠোর নজরদারির কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার মিয়ানমার কর্তৃপক্ষ ও আরাকান আর্মির সাথে নিয়মিত যোগাযোগ রাখছে বলেও জানান তিনি।