দর্শক মাতিয়ে রেকর্ড গড়েই চলেছে সিনেমাটি

প্রকাশিত: ৪:২৮ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২৫

সুপারহিট মিউজিক্যাল সিনেমা ‘উইকেড’। বক্স অফিসে বাজিমাত করে দেখিয়েছে ছবিটি। কয়েক সপ্তাহ পেরিয়েও এখনো দাপট ধরে রেখেছে বিশ্বজুড়ে। দর্শকের প্রশংসা ও নানা পুরস্কারে ভূষিত হচ্ছে সিনেমাটি। আসন্ন অস্কারেও সাফল্যে পাবে বলে প্রত্যাশা ভক্তদের।

ছবিটি এবার ডিজিটাল রিলিজের প্রথম সপ্তাহেই আরেকটি চমকপ্রদ রেকর্ড সৃষ্টি করে আলোচনায় এসেছে। বক্স অফিসে একাধিক সফলতার পর ‘উইকেড’ এখন সর্বকালের সবচেয়ে বড় ব্রডওয়ে অ্যাডাপ্টেশন হিসেবে নিজের জায়গা পাকা করেছে। বিশ্বব্যাপী ৬০০ মিলিয়ন ডলারের বেশি আয় করেছে সিনেমাটি। সম্প্রতি ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পায়। সেখানে মাত্র এক সপ্তাহে এই রেকর্ড সৃষ্টি করেছে।

ভ্যারাইটির রিপোর্ট অনুযায়ী, সিনেমাটি প্রথম দিনেই ২৬ মিলিয়ন ডলার এবং প্রথম সপ্তাহে ৭০ মিলিয়ন ডলার আয় করেছে। এটি শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার দর্শকের কাছ থেকে আয়। এই আয় ‘উইকেড’-কে ইউনিভার্সাল থিয়েট্রিক্যাল সিনেমা হিসেবে প্রথম দিনে এবং প্রথম সপ্তাহের সবচেয়ে বড় আয়ের রেকর্ডে জায়গা করে দিয়েছে।

‘উইকেড’ ২০২৪ সালের ৩১ ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার দর্শকের জন্য ডিজিটালে মুক্তি পায়। এরপর ২০২৫ সালের ৩ জানুয়ারি যুক্তরাজ্যে মুক্তি পায় ছবিটি।