ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

প্রকাশিত: ১১:২২ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২৫

বাংলাদেশের চলচ্চিত্রকে বিশ্ব সাংস্কৃতির অঙ্গণে পরিচয়ের পাশাপাশি দেশীয় সিনামায় উন্নয়নে প্রতিবারের মতো এবারও চলছে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ- এ স্লোগানে এবারের আয়োজন।

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৩তম আসরে এবার ৯টি বিভাগে দেখানো হচ্ছে ৭৫টি দেশের ২২০টি চলচ্চিত্র। এর মধ্যে বাংলাদেশের সিনেমা ৪৪টি। রাজধানীর ছয়টি ভেন্যুতে সিনেমা প্রদর্শনী চলছে। থাকছে মাস্টারক্লাস ও উইমেন ফিল্ম মেকারস কনফারেন্স।

আয়োজক প্রতিষ্ঠান রেইনবো ফিল্ম সোসাইটির সভাপতি আহমেদ মুজতবা জামাল জানান, অর্থনৈতিক সহযোগিতা পেলে এমন আয়োজনে চলচ্চিত্র শিল্প সমৃদ্ধ হবে।

বিভিন্ন দেশের চলচ্চিত্র জাতীয় ও বৈশ্বিকভাবে উপস্থাপনের প্ল্যাটফর্ম এমন উৎসব। ভিন্ন দেশের কৃষ্টি ও সংস্কৃতির মেলবন্ধন সৃষ্টিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করেন সিনেমা বোদ্ধারা।

নিজেদের কাজ তুলে ধরার জন্যেই এ ধরণের আয়োজনে দেশীয় তারকা শিল্পীদের অংশ গ্রহণের তাগিদ দেন অভিনেতা ইলিয়াস কাঞ্চন।

আগামী ১৯ জানুয়ারি পর্দা নামবে ৯ দিনব্যাপী এ উৎসবের।