‘মানুষ আগ্রহ নিয়ে খবর শোনে কিন্তু বিশ্বাস করেনা’

প্রকাশিত: ১২:৩২ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২৫

আফজাল হোসেন, দেশের একজন মেধাবী অভিনেতা। তবে এর বাইরেও তার  আছে আরও কিছু পরিচয়। তিনি একাধারে নির্মাতা , চিত্রশিল্পী ও লেখক। সমাজ ও দেশের বিভিন্ন অসঙ্গতি উঠে আসে তার লেখায়। বিশেষকরে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি খুবই সরব থাকেন।

এই যেমন, ২৩ জানুয়ারি (বুধবার) তিনি নিজের ফেসবুক ওয়ালে একটি লেখা শেয়ার করেছেন। সেখানে এই অভিনেতা লেখেন, ‘আমাদের মধ্যে বাসা বেঁধে থাকে অবিশ্বাস। অবিশ্বাস  সেখানে নিয়মিত ডিম পেড়ে বাচ্চা ফুটিয়ে চলেছে। সেই বাচ্চারা ছোট বড় মাঝারি- নানা সাইজের। পৃথিবীর বহু দেশে অবিশ্বাস বসবাসের জন্য জায়গা পায়না। আমাদের মনে তার জন্য অগাধ জায়গা। সে জায়গা অতি নিরাপদ। অবিশ্বাস বাসা বেঁধেই বুঝে ফেলে, এখন থেকে কখনোই উচ্ছেদ হতে হবেনা।’এরপর অভিনেতা লিখেছেন, ‘কোনও বাড়ির ঠিকানা খুঁজছেন, কেউ একজন দেখিয়ে দিলো- বাম দিক দিয়ে সোজা এগিয়ে গেলে ডাইনে রাস্তা পাবেন। সে রাস্তা ধরে খানিকটা সামনে গেলে বামে পাবেন আপনার ঠিকানা। বিস্তারিত শুনে আপনি এগুচ্ছেন কিন্তু মনে সন্দেহ নিশপিশ করবে, লোকটা ভুল রাস্তা দেখিয়ে দেয়নি তো!দোকান থেকে অনেক দরাদরি করে কোনও জিনিস কিনেছেন, যে দাম বলেছিলো তার থেকে ছয়শত টাকা কমাতে পেরে খুশিমনে কি বাড়ি ফিরতে পারেন? মনে হতে থাকবে, ছয়শত টাকা কমানো গেছে, তার মানে আরও শ খানেক হয়তো কমানো যেতো। দোকানদার ব্যাটা অনেক ঠকিয়েছে। ডাক্তার প্রেসক্রিপশনে ওসুধ লিখে দিয়েছে। মাত্র তিনটা ওসুধের নাম। মনে সন্দেহ লাফঝাঁপ দেয়া শুরু করে দেবে- এই কটা ওষুধে রোগ ভালো হবে কি?’