গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ১৫ হাজার সদস্য নিয়োগ দিয়েছে হামাস: যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ৯:০৪ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২৫

ইসরায়েলের সঙ্গে প্রায় ১৫ মাসের যুদ্ধে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস নতুন করে ১০ থেকে ১৫ হাজার সদস্য নিয়োগ দিয়েছে বলে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর প্রতিবেদনে দাবি করা হয়েছে। ওই প্রতিবেদনে ইরান সমর্থিত এই গোষ্ঠীকে ইসরায়েলের জন্য দীর্ঘমেয়াদি হুমকি হিসেবে উল্লেখ করা হয়। কংগ্রেসের দুই কর্মীর বরাতে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, এই সময়ের মধ্যে প্রায় সমসংখ্যক হামাস সদস্য নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। মার্কিন গোয়েন্দাদের এই প্রতিবেদন আগে কোথাও প্রকাশ করা হয়নি।

হামাস ও ইসরায়েলের মধ্যে ১৫ মাস ধরে চলা সংঘাতের পর গত রবিবার থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এই যুদ্ধে গাজা উপত্যকা পুরো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ও মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা বৃদ্ধি করেছে।

গোয়েন্দা সংস্থার তথ্য অনুসারে, নতুন সদস্যদের বেশিরভাগই তরুণ যাদের প্রশিক্ষণ নেই বললেই চলে। ফলে তাদের দিয়ে নিরাপত্তা সংক্রান্ত সাধারণ কাজ করানো হচ্ছে।

এই বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে মার্কিন জাতীয় নিরাপত্তা পরিচালকের কার্যালয়।

সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন গত ১৪ জানুয়ারি দাবি করেছিলেন, যতজন সদস্য হারিয়েছে, প্রায় ততজনকে নতুনভাবে নিয়োগ দিয়েছে হামাস। ফলে দীর্ঘমেয়াদি যুদ্ধের আশঙ্কা এখনও থেকে যাচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

দাবির স্বপক্ষে কোনও ব্যাখ্যা দেননি তিনি। তবে ইসরায়েলি কর্মকর্তাদের বয়ান অনুযায়ী, গাজায় হামাসের প্রায় ২০ হাজার সদস্য নিহত হয়েছেন।

এই প্রতিবেদনের বিষয়ে জানতে চাওয়া হলে হামাসের একজন কর্মকর্তা বলেছেন, তারা বিষয়টি নিয়ে খোঁজ নিচ্ছেন। এর আগে হামাসের সামরিক শাখার মুখপাত্র আবু উবাইদা জানিয়েছিলেন, সংঘাত শুরুর পর সংগঠনটি হাজার হাজার নতুন সদস্য নিয়োগ দিয়েছে।