সাংস্কৃতিক সংস্কার কমিশন করা খুবই প্রয়োজন প্রকাশিত: ১০:৫২ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২৫ নৃত্যশিল্পী ও পরিচালক লুবনা মারিয়াম। তার শিল্পনির্দেশনায় মঞ্চে আসছে নতুন নৃত্যনাট্য ‘দিলনাওয়াজ’। সাংস্কৃতিক ঐতিহ্য নিয়ে সম্প্রতি বেরিয়েছে তার গুরুত্বপূর্ণ চারটি বই। সেসব বই, সংস্কৃতি ও নৃত্যের নানান উদ্যোগ নিয়ে কথা বলেছেন এই সাংস্কৃতিক ব্যক্তিত্ব। সাক্ষাৎকার নিয়েছেন রাসেল মাহমুদ। বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য নিয়ে গত বছরের শেষে আপনার চারটি বইয়ের একটি সেট বেরিয়েছে। ‘টেরাকোটা টেলস ফ্রম সোমপুর’, ‘রাসমেলা: অ্যাটনমেন্ট বাই দ্য সি’, ‘অব মিথস, মনসুন অ্যান্ড মনসা’ ও ‘লাঠিখেলা: ড্যান্স অর ডিফেন্স’। বইগুলো ইংরেজি ভাষায় লিখলেন কেন?লুবনা মারিয়াম: বছর দুয়েক আগে একবার পাহাড়পুরে গিয়েছিলাম। এত সুন্দর জায়গাটা! সত্যিই আশ্চর্য করে দেওয়ার মতো স্থাপনা ছিল ওখানে। আমার সামনে একটি বাস এলো, সেটা থেকে নামলো ৫০-৬০ জন জাপানি। ওটা ছিল একটা বুদ্ধিস্ট ট্যুরিজম, ওরা এয়ারপোর্ট থেকে সোজা পাহাড়পুরে গেছে। মানে, ওরা ঘুরে বেড়াচ্ছে যেখানে ইচ্ছা। তাদের পকেটভর্তি টাকা, ডলার, ইয়েন কতকিছু, তাই না? কী পাওয়া যায় ওখানে? পাঁচ টাকার সিঙ্গারা, ১০ টাকার কোক। একটা পোস্টকার্ড, একটা বই, একটা পোস্টার। বাংলাদেশের সংস্কৃতি সম্পর্কে এখানে বেড়াতে আসা পর্যটকেরা যাতে কিছু নিয়ে যেতে পারে, সে কারণে ইংরেজিতে লেখা। আমরা সাংস্কৃতিকভাবে কতটা সমৃদ্ধ সেটা ওই বইগুলো পড়লে ওরা জানতে পারবে। SHARES সারা বাংলা বিষয়: মারিয়ামলুবনা