‘কিং’ হয়ে ফিরছেন শাহরুখ, নির্মাতা সেই সিদ্ধার্থ আনন্দ

প্রকাশিত: ৫:০৬ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২৫

‘পাঠান’ সিনেমা দিয়ে ২০২৩ সালে রাজকীয় প্রত্যাবর্তন ঘটেছিলো শাহরুখ  খানের। আবারও প্রমাণ করেছিলেন, তিনি সত্যিকার অর্থেই ‘বলিউড কিং’। এবার পর্দায় ‘কিং’ হয়ে আসছেন শাহরুখ।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’ সিনেমা দিয়ে বক্স অফিস কাঁপিয়েছিলেন বাদশাহ। এবার সেই ‘পাঠান’ পরিচালকের সঙ্গেই ফিরছেন শাহরুখ। হ্যাঁ, শাহরুখ নিজে জানিয়েছেন, তার পরবর্তী সিনেমা ‘কিং’ পরিচালনা করবেন সিদ্ধার্ধ।

দুবাইয়ের একটি ইভেন্টে সম্প্রতি শাহরুখ এ বিষয়ে কথা বলেন। তিনি বলেন, ‘মাত্রই এর শুটিং শুরু করেছি। কয়েক মাস ধরে শুটিং করবো। আমার  পরিচালক  সিদ্ধার্থ আনন্দ কঠোর পরীশ্রমী। তিনি পাঠানও তৈরি করেছিলেন।’

এরপর তিনি বলেন, ‘সিদ্ধার্ধ আমাকে সিনেমা নিয়ে কথা বলতে নিষেধ করেছেন। তাই বেশিকিছু বলতে পারছি না। তবে এটুকু বলতে পারি, সিনেমাটি খুবই উপভোগ্য হবে।’

সিনেমার নাম কেন পাঠান, এই প্রশ্নে খান সাহেব বলেন, ‘শাহরুখ খানকে যদি ‘পাঠান’, ‘ডানকি’, ‘জওয়ান’ হিসেবে ডাকা যায় তাহলে তাকে কেন ‘কিং’ ডাকা যাবেন না! আসলে বলা যায়, এটি লোক দেখানো। কিন্তু এটাও ঠিক, আমরা এখন দুবাইতে আছি আর মানুষ বুঝতে পারবে যে, কিং সবসমই কিং।’

শাহরুখ বলেন, ‘আমি কঠোর পরিশ্রম করতে যাচ্ছি। আমার মনে হয় সিদ্ধার্থ আনন্দের সাথে পুরো দল খুব কঠোর পরিশ্রম করবে এবং ইনশাআল্লাহ আমরা সকলের জন্য একটি দুর্দান্ত সিনেমা তৈরি কর্বো যা সকলকে বিনোদন দেবে।’