আপাতত বন্ধ, ঈদের পর আর চালুই হবে না মধুমিতা প্রকাশিত: ১১:২৭ পূর্বাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২৫ কোটি টাকা খরচ করে সিনেমা হলটিকে আধুনিকায়ন করেছিলেন। আশা ছিল পৈতৃক ব্যবসাকেই আঁকড়ে থাকবেন। কিন্তু দেশে সিনেমার বাজারের ধারাবাহিক পতনে সেই আশা এখন মরিচীকায় রূপ নিয়েছে। বর্তমানে বন্ধ হয়ে আছে দেশের ঐতিহ্যবাহী সিনেমা হল মধুমিতা। আর আসছে রোজা ঈদে উৎসবের সিনেমা চালিয়ে চিরতরেই বন্ধ হয়ে যাবে হলটি। আজ ২৮ জানুয়ারি এমন তথ্যই দিলেন মধুমিতার কর্ণধার ইফতেখার নওশাদ। তিনি চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাবেক সভাপতি ও একজন সফল প্রযোজকও। নওশাদ বলেন, ‘খুব কষ্ট নিয়ে কথাগুলো বলছি। কোটি টাকা দিয়ে হলের মানোউন্নয়ন করিয়ে সিনেমা না চালিয়ে মধুমিতা বন্ধ করে রেখেছি। সিনেমা নাই। যে সিনেমা মুক্তি পাচ্ছে সেইগুলো তো সিনেপ্লেক্সের সিনেমা। আমাদের হলে চালানোর মতো না। বছরে এত লস গুনে গুনে তো টিকে থাকা যায় না। তাই আসছে রোজা ঈদের সিনেমা চালানোর পর চিরতরেই মধুমিতা বন্ধ করে দেবো।’ মধুমিতা হলের পরিবর্তে এখানে মাল্টিপ্লেক্স গড়ে তোলার কথা ভাবছেন নওশাদ। আলাপ চলছে ডেভেলপার কোম্পানির সঙ্গে। তিনি বলেন, ‘অনেক চেষ্টাই আমি করেছি যেন হলটি চালু রাখা যায়। এটা আমার ব্যবসা প্রতিষ্ঠান হলেও এই শহরের সিনেমাপ্রেমীদের জন্য একটা ইমোশন, নস্টালজিয়া। কিন্তু আমি পারছি না। বাধ্য হয়েই বন্ধের সিদ্ধান্ত নিচ্ছি। পরিবার থেকেও চাপ ছিল বন্ধ করে যেন ডেভেলপার কোম্পানিকে দিয়ে দিই।’ SHARES বিনোদন বিষয়: চলচ্চিত্রসিনেমা