হুইলচেয়ারে রাশমিকাকে কোথায় নিয়ে যাচ্ছেন ভিকি

প্রকাশিত: ১২:৫২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২৫

দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়িকা রাশমিকা মান্দানার দুটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এতে দেখা যাচ্ছে, তিনি একটি হুইলচেয়ারে বসে আছেন। তার সঙ্গে আছেন নায়ক ভিকি কৌশল। এ ছবি দেখে নেটিজেনদের মনে প্রশ্ন জেগেছে, এভাবে কোথায় যাচ্ছেন এ নায়িকা? ভিকিই বা তার সঙ্গে কেনো?

জানা গেছে, রাশমিকা মান্দানা ও ভিকি কৌশল অভিনীত ‘ছাভা’ সিনেমাটি ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে মুক্তি পাচ্ছে। এ সিনেমাটির সাংবাদিক সম্মেলন ও এর একটি গানের প্রকাশনা অনুষ্ঠানে যাচ্ছেন তারা। রাশমিকা মান্দানা সম্প্রতি জিমে গিয়ে আঘাতপ্রাপ্ত হয়েছেন। তিনি এখনো সম্পূর্ণ সেরে ওঠেননি তিনি। তাই তিনি হুইলচেয়ারে বসে প্রচারণায় নেমেছেন। এ সময় ভিকি কৌশল রাশমিকাকে সাহায্য করছেন, এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিকি কৌশল ও রাশমিকা মান্দানা অভিনীত ‘ছাভা’ সিনেমাটি নির্মাণ করেছেন লক্ষ্মণ উতেকর। এটি প্রযোজনা করেছেন দীনেশ ভিজান।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, হুইলচেয়ারে বসা রাশমিকাকে চালিয়ে নিয়ে যাচ্ছেন ভিকি। এ সময় ফটো সাংবাদিকরা তাদেরকে ঘিরে ধরে। তাই পোজ দেওয়ার জন্য এক পর্যায়ে ভিকি হাঁটুগেড়ে রাশমিকার পাশে বসে পড়েন।