‘থাগস অব হিন্দুস্তান’ ভুগিয়েছিলো ফাতিমাকে

প্রকাশিত: ৬:৪২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২৫

ব্লকবাস্টার ‘দঙ্গল’ সিনেমা দিয়ে ২০১৬ সালে বলিউডে অভিষেক হয় ফাতিমা সানা শেখের। এই সিনেমায় সানিয়া মালহোত্রা এবং আমির খানের সঙ্গে অভিনয় করেন তিনি। সিনেমায় ফাতিমার অভিনয় বেশ প্রশংসিত হয়েছিলো।

এরপর ২০১৮ সালে আবারও আমির খানের সঙ্গে ‘থাগস অব হিন্দুস্তান’ সিনেমায় অভিনয় করেন ফাতিমা। সিনেমাটি বক্স অফিসে ব্যর্থ হয়। সম্প্রতি ফাতিমা ভারতের বলিউড বাবলকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, এই সিনেমার ব্যর্থতা তাকে ভুগিয়েছিলো বেশ। এমনকি তার ক্যারিয়ারে নেতিবাচক প্রভাব পড়েছিলো।ফাতিমা বলেন, ‘একটা সময় ছিল যখন আমি কাজ করতে চাইতাম না। আমি  কেবল ধর্মশালায় যেতে চাইতাম, যেখানে আমি তিন-চার মাসের জন্য একটি বাড়ি ভাড়া করেছিলাম এবং সেখানে থাকতে চাইতাম। আমার মানসিকতা এমন হয়ে গিয়েছিলো যে, আমি একা পাহাড়ের ধারে থাকতে চাইতাম, সেখানে একটি ক্যাফে খুলতে চাইতাম। আমি নিজেকে খুঁযে ফিরছিলাম। আমি নিজেকে খুঁজছিলাম কারণ আমার ক্যারিয়ারের উন্নতি চাচ্ছিলাম।’ফাতিমা আরও বলেন, ‘থাগস অব হিন্দুস্তান’ সিনেমার ব্যর্থতার পর আমাকে সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছিলো। নির্মাতা হিসেবে একটি সিনেমা যদি ব্যর্থ হয়, তাহলে তাদের পরবর্তী সিনেমা নির্মাণ করা কঠিন হয়ে পড়ে। অভিনেতাদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। আপনাকে কয়েকটি সিনেমা থেকে বাদ দেওয়া হবে। আমার ক্ষেত্রেও তাই হয়েছিলো। ‘থাগস অব হিন্দুস্তান’ সিনেমার ব্যর্থতার পর আমাকে দু’টি সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছিলো। তবে, আমি এই বিষয়গুলিকে ব্যক্তিগতভাবে নিই না। এগুলিকে ব্যবসার অংশ হিসেবে দেখি। তাই, আমি বুঝতে পারি কেন একজন প্রযোজক এটি করেন।’