আগুনের জন্মদিনে এক গ্লাস নীরবতার খবর প্রকাশিত: ১১:২২ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২৫ দীর্ঘদিন পর নতুন গান নিয়ে শ্রোতাদের মাঝে ফিরেছেন সংগীতের নন্দিত তারকা আগুন। গানের শিরোনাম ‘আমি তোমারে হারালে মরিবো’। প্রেম বিরহের এই গানটি এরইমধ্যে শ্রোতা দর্শকের ভালোলাগায় পরিণত হয়েছে। গানটিতে আগুনের সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী সালমা। গানটি লিখেছেন ও সুর করেছেন এ আর রাজ। প্রত্যাবর্তনে শ্রোতাদের সাড়া পেয়ে আপ্লুত আগুন। তার ভাষ্য, ‘অনেকদিন কোনো মৌলিক গানে কণ্ঠ দিইনি। সবাইকে মিস করছিলাম। গানটি নিয়ে এসে টের পেলাম শ্রোতারাও হয়তো আমাকে মিস করেছেন। সবার ভালোবাসা পেয়ে আমি খুবই আনন্দিত।’ আগুন জানান আসছে ভালোবাসা দিবসেও তার কণ্ঠে আরেকটি মৌলিক গান প্রকাশ পেতে যাচ্ছে। সেই গানের নাম রাখা হয়েছে ‘এক গ্লাস নীরবতা’। গানটির কথা ও সুর আলী আকতার রুনুর। আগুন জানান এরইমধ্যে গানটি প্রযোজনা প্রতিষ্ঠান সঙ্গীতায় জমা দেয়া হয়েছে। আশা করা যাচ্ছে গানটি ভালোবাসা দিবসেই প্রকাশ পাবে। আগুন বলেন, ‘আলী আকবর রুপু ভাইয়ের ছোট ভাই আলী আকতার রুনু। তার লেখা ও সুর করা গানটি দারুণ হয়েছে। ভালোবাসা দিবসের আমেজ পাওয়া যাবে। অর্থাৎ প্রেম, বিরহ, চাওয়া-পাওয়ার যে অনুভব তা মিশে থাকবে গানের কথা ও সুরে।’ এদিকে আজ আগুনের জন্মদিন। ১৯৭১ সালের ৯ ফেব্রুয়ারি মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে তার জন্ম হয়। তাই নিজের জন্ম নিয়ে সবসময় গর্ব করেন আগুন। জানালেন, এবারে জন্মদিনে বিশেষ কোনো আয়োজন নেই। দুই ছেলে, স্ত্রী তান্না, বোন রুমানা ইসলামসহ পরিবারের অন্যান্য সদস্য ও প্রিয়জনদের সান্নিধ্যেই দিনটি কাটবে। আগুন জন্মেছেন সংস্কৃতিচর্চার পরিপূর্ণ এক পরিবারে। তার বাবা বিখ্যাত অভিনেতা, গায়ক, সুরকার, গীতিকার, চিত্রনাট্যকার, নির্মাতা ও সফল প্রযোজক খান আতাউর রহমান। তার মা প্রখ্যাত সংগীতশিল্পী নিলুফার ইয়াসমিন। বাংলার গানের পাখি খ্যাত কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন তার আপন খালা। এমন পরিবারে যিনি জন্মেছেন তার সংস্কৃতিচর্চা বিকশিত হবে এইতো স্বভাবিক। আগুনের বেলাতেও তাই হয়েছে। রাজধানীর উদয়ন স্কুলে পড়ার সময়ই জড়িয়ে পড়েন গানের সঙ্গে। লেখেন জীবনের প্রথম গান। সুরও করেছেন তিনি। গানের কথা ছিল এমন ‘রেল সড়কের বস্তিতে যে ভাঙ্গা একটা ঘর, সেইখানেতে বসত করে অশ্রু কারিগর, ঘরের মানুষ রিক্সা চালায় সারাটা দিন ধইরা, মানুষেরই ভার টানে নিজে মানুষ হইয়া’। তবে এই গানটি কখনো প্রকাশ পায়নি। ইচ্ছে আছে গানটি প্রকাশ করার। SHARES বিনোদন বিষয়: গানেরপ্রতিষ্ঠান