অনলাইন মানে অনলাইন, আর কিচ্ছু থাকবে না: ডিসিদের ইউনূস

প্রকাশিত: ৫:১২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২৫

দেশের বিভিন্ন খাত ডিজিটাইজ করা হলেও নাগরিকদের ভোগান্তি যে পুরোপুরি লাঘব হয়নি, সেই বাস্তবতা মাথায় রেখে মাঠ প্রশাসনকে কাজ করতে বলেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

ডিসি সম্মেলনে তিনি বলেছেন, “শেষ বয়সে কোথাও কোথাও যেতেছে- একটা পাসপোর্ট দরকার। পাসপোর্ট করা হয়নি জন্ম নিবন্ধন নেই বলে, জন্ম নিবন্ধন লাগবে, আমার আমলে জন্ম নিবন্ধন কে করত জানিও না ইত্যাদি। কিন্তু পাওয়া যায়- পয়সা দিলে ঠিকই চলে আসে; পয়সা দিলে যখন ঠিকই চলে আসে- তাহলে পয়সা না দিলেও আসার কথা।

“এই সিস্টেমটা আমরা করতে পারছি না কেন? এটা তো একজন নাগরিকের অবশ্য প্রাপ্য- আমার জন্মসনদ। সরকার ব্যবস্থা করতে পারেনি, এই বলে অজুহাত দিয়ে তো চলবে না। নিশ্চয়ই ব্যবস্থা আছে- কিছু একটা করতে হবে।”

রোববার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে তিন দিনের ডিসি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন ইউনূস।

তার কথায়, “ওই যে বললাম যে- টাকা দিলে করে দিতে পারে, সেটা সরকার কেন পারবে না? কাজেই আমাদের সেই ব্যবস্থা করতে হবে; জন্মসনদ তার প্রাপ্য- যেকোনো সময়, যে বয়সেই চায়- তাকে দেবার ব্যবস্থা করতে হবে।

“কী করতে হবে? ওই যে বললাম সৃজনশীল হতে হবে। এটা থেকে নিয়ম বের করতে হবে; কারণ ওইটার উপরে সমস্ত কিছু নির্ভর; সেই জন্মসনদ জন্মসূত্রে আমি বাংলাদেশি- এটার একটা প্রমাণ, দালিলিক প্রমাণ- এই দলিল দিয়ে আমি ভবিষ্যতে যা কিছু করি…।”