‘হেপাটাইটিস-বি’ হলে কি বিয়ে করা নিষেধ?— যা বলছেন চিকিৎসকরা

প্রকাশিত: ৫:৩৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২৫

‘চট্টগ্রামে আমার বান্ধবীর বিয়ে ঠিক হয়েছে, কিন্তু হঠাৎ জানা গেল ছেলের হেপাটাইটিস বি পজিটিভ। ছেলে খুব ভালো, তবে হেপাটাইটিস বি এর কারণে বিয়েটা পরে ভেঙেই গেল। এমন হলে যাদের হেপাটাইটিস বি পজিটিভ, তাদের কি বিয়ে না করে থাকতে হবে?’ কথাগুলো বলছিলেন কুমিল্লার বাসিন্দা তাহমিনা আক্তার।

তিনি আরও বলেন, ‘‘আমার বান্ধবীর সেই ছেলেকে খুবই পছন্দ হয়েছিল। কিন্তু হেপাটাইটিস বি পজিটিভ হওয়ায় তার পরিবার পিছিয়ে যায়। ডাক্তার বলেছিল, ‘চিকিৎসা নিয়ে ভালো হওয়ার পর বিয়ে করতে।’ তাহলে যাদের এই ভাইরাসটি হয়েছে তাদের কি বিয়ে করা উচিত না? হেপাটাইটিস বি আসলেই কি খুবই ভয়ানক?’’

এদিকে, প্রেম করে বিয়ে করেছিলেন রাজধানীতে বসবাস করা সাবিকুন। দুই পরিবারের কেউই জানেন না তাদের বিয়ের বিষয়ে। কিন্তু হঠাৎ একদিন সাবিকুন জানতে পারেন তার স্বামী হেপাটাইটিস বি পজিটিভ। এটি নিয়ে তিনি খুবই চিন্তিত থাকতেন। এক বন্ধুর মাধ্যমে জানতে পারেন স্বামীর সঙ্গে থাকলে তারও আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এই আতঙ্কে তাদের দেড় বছরের সম্পর্কের ইতি ঘটে।

শুধু তাহমিনা, তার বান্ধবীর পরিবার ও সাবিকুনরাই নয়, এ বিষয়ে কম জানার ফলে হেপাটাইটিস বি নিয়ে অনেক ভয়, আতঙ্ক ও অজ্ঞতা কাজ করে সাধারণ মানুষের মনে। অনেকে আবার এই ভাইরাসটিতে সংক্রমিত লোকদের বাঁকা চোখে আলাদাভাবেও দেখেন।

হেপাটাইটিস বি-এর আদ্যোপান্ত নিয়ে সারাবাংলার সঙ্গে কথা হয় রাজধানীর ২৫০ শয্যা বিশিষ্ট টিবি হাসপাতালের উপ-পরিচালক ডা. আয়শা আক্তারের। হেপাটাইটিস বি হলে বিয়ে করা যাবে না— এ রকম কোনো বিষয় আছে কিনা? জানতে চাইলে তিনি বলেন, ‘হোপাটাইটিস বি রোধে জন্মের পরপরই ভ্যাকসিন দেওয়া হয়। এতে প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে। আর কেউ যদি এটা দিতে ভুলে যায় বা না দেয় তাহলে বুস্টার ডোজের ব্যবস্থা আছে। তবে এ ক্ষেত্রে টেস্ট করাতে হবে। কারণ, রক্তে যদি আগে থেকেই হোপাটাইটিস বি ভাইরাস থাকে সে ক্ষেত্রে ডোজ দিয়ে কাজ হবে না। আর রক্ত টেস্ট করানোর পর হোপাটাইটিস ভাইরাস না থাকলে টিকা দিতে পারে। এটা দিলে তিনি নিরাপদে থাকলেন। তবে এ ভাইরাসটি হলে বিয়ে করা যাবে না তেমনটি নয়। অবশ্যই বিয়ে করা যাবে, তবে তাকে এটা ছড়ানোর বিষয়গুলোর দিকে খেয়াল রাখতে হবে। দ্রুত টেস্ট করানোর পর নেগেটিভ থাকলে ভ্যাকসিন দিয়ে দেওয়াই হলো সবচেয়ে ভালো উপায়।’