রোগ নির্ণয়ের নামে ইচ্ছেমাফিক ফি আদায় বন্ধ হবে কবে? প্রকাশিত: ১:১৪ অপরাহ্ণ, মে ১৭, ২০২৫ রাজধানীর পুরান ঢাকার লালবাগের বাসিন্দা পঞ্চাশোর্ধ রাহাত মজুমদার। অতিরিক্ত প্রস্রাবজনিত সমস্যার কারণে ধানমন্ডির ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালের একজন ইউরোলজিস্ট অধ্যাপকের শরণাপন্ন হন। দেড় হাজার টাকা ভিজিট দিয়ে ডাক্তার দেখালে তিনি তার সমস্যা শুনে কোনো ধরনের ওষুধ না দিয়েই রোগ নির্ণয়ের জন্য ৮টি প্রয়োজনীয় (ইউরিন আরএমই, ইউরিন ফর কালচার, সিরাম ক্রিটেনিন, সিবিসি, এসপিএসএ,ইউরোফ্লোমেট্রি, আল্ট্রাসনোগ্রাম অফ দি কেইউবি উইথ পিভিআর ও এইচভিএওয়ানসি) টেস্ট করে দেখা করতে বলেন। দয়াপরবশ হয়ে প্রেসক্রিশনে পরীক্ষা নিরীক্ষায় ২০ শতাংশ ছাড় দেওয়ার কথাও লিখে দেন ওই চিকিৎসক। ল্যাবএইডের রিসেপশনে গিয়ে টাকার অংক শুনে রাহাত মজুমদারের গলা শুকিয়ে এলো। ২০ শতাংশ ছাড় দেওয়ার পরেও পরীক্ষা-নিরীক্ষাগুলো করতে ৭ হাজার ৮৯৫ টাকা লাগবে বলে জানানো হলো তাকে। অভ্যর্থনাকারী হাসিমুখে জানালো, স্যার (চিকিৎসক) খুব ভালো মানুষ। ওনার জন্য ২০০০ টাকার মতো ছাড় পেলেন। সঙ্গে টাকা না থাকার অজুহাত দেখিয়ে রাহাত মজুমদার ওই হাসপাতাল থেকে বেরিয়ে আসেন। পরদিন রাহাত মজুমদার তার পরিচিত একজনের রেফারেন্সে মগবাজারের একটি বেসরকারি হাসপাতালে ঐ একই পরীক্ষা-নিরীক্ষা মাত্র সাড়ে তিন হাজার টাকায় করাতে সমর্থ হন। এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে রাহাত মজুমদার ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, বেসরকারি হাসপাতালগুলোতে পরীক্ষা-নিরীক্ষার ফি বাবদ আদায়কৃত অর্থের তারতম্য দেখার কি কেউ নেই? মগবাজারের হাসপাতালগুলোতে তিনি ল্যাবএইড এর অর্ধেক মূল্যেই পরীক্ষাগুলো করালেন, এরপরেও মগবাজারের হাসপাতালটির পরীক্ষা-নিরীক্ষায় লাভ রয়েছে। রাহাত মজুমদার আরও জানান, বিভিন্ন সময় তিনি শুনেছেন হাসপাতালগুলোতে পরীক্ষা-নিরীক্ষার মূল্যতালিকা দৃশ্যমান স্থানে টানিয়ে রাখতে হবে বলে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা রয়েছে। কিন্তু তিনি সে তালিকা দেখতে পাননি। বছরের পর বছর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা বাবদ হাসপাতাল ও ক্লিনিকগুলো ইচ্ছামতো অর্থ আদায় করলেও বাস্তবে তা দেখবার করার কেউ নেই বলে অভিমত ব্যক্ত করেন রাহাত মজুমদার। শুধু রাহাত মজুমদার একা নন, রাজধানীর বিভিন্ন বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে রোগ নির্ণয়ের জন্য পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে প্রতিদিন হাজার হাজার রোগী এমন তিক্ত অভিজ্ঞতার শিকার হচ্ছেন। বিশেষ করে ইমারজেন্সি রোগীদের ক্ষেত্রে নিরুপায় স্বজনরা তাৎক্ষণিকভাবে অতিরিক্ত টাকায় পরীক্ষা-নিরীক্ষা করতে বাধ্য হন। SHARES স্বাস্থ্য বিষয়: প্রস্রাবজনিত