গল্প মনের মতো হলে অভিনয় করতেও পারি প্রকাশিত: ১১:২১ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ মনপুরা সিনেমা দিয়ে কোটি কোটি সিনেমাপ্রেমী দর্শকের মনে নিজের নামটি গেঁথে রেখেছেন ফারহানা মিলি। গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘মনপুরা’য় ‘পরী’ চরিত্রে অনবদ্য অভিনয় করে দর্শকের মন জয় করে নেন। পরে আর কোনো সিনেমায় অভিনয় না করলেও পরীকে দর্শক মনে রেখেছে। সিনেমার নায়ক ছিলেন চঞ্চল চৌধুরী। মনপুরাতে অভিনয়ের আগে মিলি নাটকে অভিনয় করেন। মনপুরাতে অভিনয়ের পরও তিনি নাটকে অভিনয় করেছিলেন। বেশ কিছুদিন যাবৎ নাটক থেকেও দূরে। আপাতত তিনি নাটকে অভিনয় করছেন না। এদিকে আজ ফারহানা মিলির জন্মদিন। জন্মদিনটি পরিবারের সঙ্গেই উদযাপন করবেন তিনি। তার একমাত্র ভাই বিপুল কিছুদিন আগে কানাডায় চলে গেছেন। এবারের জন্মদিনে ভাইকে মিস করবেন। স্বামী, একমাত্র সন্তান রুসলান ও মা-বাবাকে সঙ্গে নিয়েই জন্মদিন কেটে যাবে। ফারহানা মিলি বলেন, ‘জন্মদিন নিয়ে কখনই আমার বিশেষ কিছু করার কোনো পরিকল্পনা ছিল না। তবে ছোটবেলার জন্মদিনের কথা বিশেষভাবে তো মনে পড়েই। এখন আমার জন্মদিন ঘিরে আমার একমাত্র সন্তান রুসলানের আগ্রহটা বেশি থাকে। খুব সাদাসিধেভাবেই কেটে যায় জন্মদিন। শুধু দোয়া চাই আল্লাহ যেন সুস্থ রাখেন, ভালো রাখেন। আর বেশ কিছুদিন যাবৎ অভিনয় করছি না। গল্প ভালো লাগলে, চরিত্র মনের মতো হলে অভিনয় করতেও পারি। অভিনয় ছেড়ে দিয়েছি, এমনটা নয়।’ SHARES বিনোদন বিষয়: গিয়াসজন্মদিনপরিবারের