অনলাইনে জমা দেওয়া রিটার্ন সংশোধন করা যাবে এ জন্য এনবিআরের ওয়েবসাইটে প্রবেশ করে সংশোধন অপশন ব্যবহার করতে হবে

প্রকাশিত: ৬:৫১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২৫

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ব্যক্তি শ্রেণির করদাতাদের জন্য অনলাইনে সংশোধিত রিটার্ন জমার সুবিধা চালু করেছে। সংশোধিত রিটার্নে যদি করের পরিমাণ বাড়ে, তাহলে নিয়ম অনুযায়ী বাড়তি করসহ জরিমানা দিতে হবে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) এনবিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। এ জন্য ওয়েবসাইটে প্রবেশ করে সংশোধন অপশন ব্যবহার করতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে গিয়ে যেসব ব্যক্তি শ্রেণির করদাতাদের ভুল তথ্য চলে গেছে, তাদের তা অনলাইনেই সংশোধন করার সুযোগ দিচ্ছে এনবিআর।

এতে আরো বলা হয়েছে, যে সকল করদাতা অনলাইনে মূল আয়কর রিটার্ন দাখিলের পর ভুল ত্রুটির কারণে অনলাইনে সংশোধিত রিটার্ন দাখিল করতে চান, তাদের জন্য অনলাইনে ওয়েবসাইট ব্যবহারের মাধ্যমে ঘরে বসে সহজে অনলাইনে সংশোধিত আয়কর রিটার্ন দাখিলের ব্যবস্থা চালু করা হয়েছে।

তবে যারা সংশোধন অপশন ব্যবহারের জন্য অনলাইনে প্রবেশ করবেন, তাদেরকে অবশ্যই সংশোধিত রিটার্ন দাখিল করতে হবে।

এ সেবা আগে ম্যানুয়ালি থাকলেও এখন অনলাইনে সংশোধিত আয়কর বিবরণী দাখিলের সেবা চালু করা হলো। তিন দফায় সময় বাড়ানোর পর আয়কর বিবরণী জমার সময় শেষ হয়েছে ফেব্রুয়ারির মাঝামাঝিতে।

আয়কর দিবস পরবর্তী সময়েও বছরব্যাপী অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করার সুবিধা এনবিআর ইতিমধ্যে চালু করেছে।