২৫ বছরে অস্কার জিতে ইতিহাস গড়লেন মাইকি ম্যাডিসন প্রকাশিত: ৭:২৪ অপরাহ্ণ, মার্চ ৩, ২০২৫ মাত্র ২৫ বছর বয়সেই অস্কারে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতলেন মার্কিন অভিনেত্রী মাইকি ম্যাডিসন। ৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডসে ‘আনোরা’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য তিনি এই সম্মান অর্জন করেন। পরিচালক শন বেকার নির্মিত ‘আনোরা’ সিনেমার গল্প আবর্তিত হয়েছে এক স্ট্রিপ ড্যান্সার ও এক কুখ্যাত রাশিয়ান গ্যাংস্টারের ছেলের প্রেমকে ঘিরে। ছবিটিতে দারুণ অভিনয় করেছেন মাইকি। তরুণ অভিনেত্রীর এই সাফল্যের জন্য অভিনন্দনের ঢল নেমেছে। ২৫ বছর বয়সে অস্কার জিতে নিয়ে একটি বিশেষ রেকর্ডও গড়েছেন তিনি। সর্বকনিষ্ঠ অভিনেত্রী হিসেবে অস্কারজয়ীর তালিকায় মাইকি নাম লেখালেন ৯ নম্বরে। এই তালিকায় থাকা বাকি অভিনেত্রীদের নামগুলো দেখে নেয়া যাক- মারলি ম্যাটলিন। ২১ বছর বয়সে ১৯৮৭ সালে ‘চিলড্রেন অফ দ্য লেসার গড’ ছবির জন্য অস্কার জিতেছিলেন তিনি। জেনিফার লরেন্স ২২ বছর বয়সে ২০১৩ সালে ‘সিলভার লাইনিংস প্লেবুক’ ছবির জন্য অস্কার জিতেছিলেন। জানেট গেইনারও ২২ বছর বয়সে ১৯২৯ সালে ‘সেভেনথ হেভেন’ (১৯২৭), ‘সানরাইজ’ (১৯২৭) এবং ২৩ বছর বয়সে ‘স্ট্রিট অ্যাঞ্জেল’ (১৯২৮) ছবির জন্য অস্কার জিতে অনন্য রেকর্ড গড়েছিলেন। জোয়ান ফন্টেইন ২৪ বছর বয়সে ১৯৪২ সালে ‘সাসপিশন’ ছবির জন্য অস্কার জিতেছিলেন। অড্রি হেপবার্ন ২৪ বছর ৩২৫ দিন বয়সে অস্কার জিতেছিলেন। তিনি ১৯৫৪ সালে ‘রোমান হলিডে’ ছবির জন্য অস্কার পান। জেনিফার জোনস ২৫ বছর বয়সে ১৯৪৪ সালে ‘দ্য সং অব বার্নাডেট’ ছবির জন্য অস্কার জয় করেছিলেন। গ্রেস কেলি অস্কার জিতে নেন ২৫ বছর ১৩৮ দিন বয়সে। এই অভিনেত্রী ১৯৫৫ সালে ‘দ্য কান্ট্রি গার্ল’ ছবির জন্য অস্কার জিতেছিলেন। হিলারি সুয়াংক ২৫ বছর ২৪০ দিন বয়সে ২০০০ সালে ‘ডোন্ট ক্রাই’ ছবির জন্য অস্কার জিতে নেন। SHARES বিনোদন বিষয়: একাডেমিপ্রেমকেরেকর্ডও