অসীম ধৈর্য্য ও স্টান্সনির কৃতিত্বে জিতে ফিরল ১০ জনের বার্সেলোনা

প্রকাশিত: ১:০৪ অপরাহ্ণ, মার্চ ৬, ২০২৫

শুরুতেই ১০ জনের দলে পরিণত হয়ে গত মৌসুমের মতো আরও একবার বিপর্যয়ের আশঙ্কা জাগিয়েছিল বার্সেলোনা, তবে হান্সি ফ্লিকের ছোঁয়ায় বদলে যাওয়া দলটি এ দিন দিলো অসীম ধৈর্যের পরীক্ষা। সেইসঙ্গে প্রতিপক্ষের অসংখ্য শটের সামনে ঢাল হয়ে দাঁড়ালেন অবসর ভেঙে বার্সেলোনায় খেলতে আসা পোলিশ গোলরক্ষক ভয়চিয়েখ স্টান্সনি। সব মিলিয়ে বিপদে হাল না ছেড়ে দুরন্ত বেনফিকাকে রুখে দিয়ে জয় নিয়ে ঘরে ফিরেছে কাতালান জায়ান্টরা।

বার্সেলোনার পাওয়া লাল কার্ডের সুযোগ নিতে কতটা মরিয়া ছিল পর্তুগালের ক্লাবটি, তা পরিসংখ্যানের ওপর চোখ মেললেই স্পষ্ট হয়ে যায়। ম্যাচজুড়ে মোট ২৬টি শট নিয়ে তার আটটি লক্ষ্যে রাখে তারা। সেখানে ১০টি শটের পাঁচটি লক্ষ্যে রাখতে পারে বার্সেলোনা।

অবশ্য ৮টি শট নিলেও সেগুলোর অধিকাংশই ছিল গোল পাওয়ার জন্য যথেষ্ট। কিন্তু স্টান্সনির দৈবিক পারফরম্যান্সের সামনে বেনফিকার খেলোয়াড়দের অসহায় আত্মসমর্পণ করতে হয়েছে বারংবার।

৮টি গোল সেভ করে নিজেদের জাল অক্ষত রেখেও ম্যাচসেরার মুকুটটি ওঠেনি স্টান্সনির মাথায়। তবে ম্যাচের সব আলো কেড়ে নিয়ে সমালোচকদের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন তিনি। এছাড়া অবসর থেকে ফিরে বার্সেলোনার জার্সি গায়ে জড়িয়ে নিজের অপরাজেয় যাত্রাটি আরও একবার দীর্ঘ করে নিলেন এই গোলরক্ষক। অবসর থেকে ফেরার পর এখন পর্যন্ত গ্লাভস পরে মাঠে নেমে হারেননি তিনি।

এছাড়া, ২০০৩-০৪ মৌসুমের পর এই প্রথম কোনো বার্সেলোনা গোলরক্ষক চ্যাম্পিয়ন্স লিগের একটি ম্যাচে আটটি সেভ করে ক্লিনশিট ধরে রাখল।

এবার আসা যাক খেলার ফলাফলে। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচ খেলতে লিসবনে বার্সেলোনাকে আতিথ্য দেয় বেনফিকা। রাফিনিয়ার ৬১তম মিনিটের গোলে ম্যাচটি ১-০ ব্যবধানে জিতেছে হান্সি ফ্লিকের দল।

এই ম্যাচের আগে বার্সেলোনার বিপক্ষে তুমুল প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত দিয়েছিলেন বেনফিকা-সংশ্লিষ্ট অনেকেই। ম্যাচ শুরু হওয়ার পর থেকেই প্রমাণ হতে থাকে সেই আভাস।

শুরুর ২০ সেকেন্ডের মধ্যেই গোল করার সম্ভাবনা জাগিয়েছিল বেনফিকা, তবে শেষ মুহূর্তে ঝাঁপিয়ে পড়ে সেই শটটি ঠেকিয়ে দেন স্টান্সনি। পরের মিনিটে আরও একটি আক্রমণ লক্ষ্যে রাখতে না পেরে ব্যর্থ হয় স্বাগতিকরা।

শুরুর আক্রমণ সামলে চেনা ছন্দে ফিরতে শুরু করে বার্সেলোনা। দ্বাদশ মিনিটে পেয়ে যায় গোল করার সুবর্ণ সুযোগও। কিন্তু মুহূর্তের ব্যবধানে দানি অলমো, রাফিনিয়া ও লেভানডোভস্কির তিনটি প্রচেষ্টা রুখে দিয়ে জাল অক্ষত রাখেন বেনফিকা গোলরক্ষক আনাতোলি ত্রুবিন।