‘ডন ৩’ থেকে সরে দাঁড়ালেন কিয়ারা প্রকাশিত: ৩:৫৭ অপরাহ্ণ, মার্চ ৬, ২০২৫ ফারহান আখতারের ‘ডন ৩’ সিনেমায় রণভীর সিং এর সঙ্গে জুটিবেধে অভিনয় করার কথা ছিল কিয়ারা আদভানির। তবে তার কাছে বর্তমানে এই সিনেমার চেয়েও বেশি প্রাধান্য পাচ্ছে নিজের ব্যক্তিজীবন। এরইমধ্যে কিয়ারা এবং সিদ্ধার্থ দম্পতি ঘোষণা দিয়েছেন, তাদের ঘরে আসতে চলেছে নতুন অতিথি। নতুন অতিথির আগমন উপলক্ষে কিয়ারা এখন নিজের দিকে বেশি খেয়াল রাখছেন। অনাগত সন্তানের ভেবে ‘ডন ৩’ সিনেমা থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন এই অভিনেত্রী। ‘ডন ৩’ সিনেমার চেয়ে তার ব্যক্তিগত জীবনকেই বেশি প্রাধান্য দিচ্ছেন কিয়ারা। যদিও তিনি ‘ওয়ার ২’ এবং ‘টক্সিক’ সিনেমার কাজ করছেন। কারণ এই সিনেমা দু’টির জন্য তিনি আগে থেকেই প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন। তবে, কিয়ারা আদভানি বা ‘ডন ৩’-এর নির্মাতাদের কাছ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। গত বছর, এই সিনেমার নির্মাতারা ঘোষণা করেছিলেন যে, কিয়ারা ‘ডন ৩’ সিনেমায় অভিওয় করবেন। এক্সেল এন্টারটেইনমেন্ট সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছিলেন, ‘ডন ইউনিভার্সে স্বাগতম কিয়ারা আদভানি।’ SHARES বিনোদন বিষয়: অভিনয়আদভানির