বাংলাদেশ দলের ক্যাম্পে যোগ দিলেন ফাহামেদুল

প্রকাশিত: ২:৩১ অপরাহ্ণ, মার্চ ১১, ২০২৫

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ক্যাম্পে যোগ দিয়েছেন ফাহামেদুল ইসলাম। কোচ হাভিয়ের কাবরেরার কৌশলের সাথে মানিয়ে নিতে ইতালির সেরি ডিতে খেলা এই ফরোয়ার্ড দুই সপ্তাহ সময় পাচ্ছেন।

এর আগেই বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জানিয়েছিল, ১০ মার্চ ক্যাম্পে যোগ দিতে পারেন ফাহামেদুল। সোমবার রাতে আনুষ্ঠানিকভাবে ওলবিয়া কালসিওর ১৮ বছর বয়সী এই ফরোয়ার্ডের বাংলাদেশ দলে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে তারা।

এশিয়ান কাপের বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ম্যাচে আগামী ২৫ মার্চ শিলংয়ে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। গুরুত্বপূর্ণ ম্যাচটি সামনে রেখে বর্তমানে সৌদি আরবে নিবিড় অনুশীলন করছে দল।

এদিকে ৩০ জনের ক্যাম্পের দলে এখনও যোগ দেননি শেফিল্ড ইউনাইটেডে খেলা মিডফিল্ডার হামজা চৌধুরীর। ইংল্যান্ড প্রবাসী এই ফুটবলারের আগামী ১৭ বা ১৮ মার্চ দলে যোগ দেওয়ার কথা রয়েছে।