হামজাকে নিয়ে যা বললেন মাশরাফি

প্রকাশিত: ১২:১৮ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২৫

বাংলাদেশের ফুটবলাঙ্গনে হঠাৎ আলোর ঝলকানি। নানা ধাপ পেরিয়ে লাল-সবুজের জার্সিতে খেলতে অবশেষে দেশে ফিরেছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার হামজা চৌধুরী। সব ঠিক থাকলে চলতি মাসে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিষেক হতে যাচ্ছে তারকা এই ফুটবলারের। 

হামজার দেশে ফেরা নিয়ে সমর্থকদের বাধভাঙা উচ্ছ্বাস দেখা গেছে। যা ছুঁয়ে গেছে খোদ হামজাকেও। লাল-সবুজের জার্সি গায়ে জড়ানোর অপেক্ষায় থাকা এই ফুটবলারকে শুভকামনা জানাচ্ছেন অনেকেই। এবার বাংলাদেশ ক্রিকেটের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজাও দীর্ঘ পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন।