৩৫০০ আসামির মাঝে শাহরুখপুত্র, জেলে আরিয়ানকে বাঁচান আজাজ

প্রকাশিত: ১১:৪২ পূর্বাহ্ণ, মার্চ ২০, ২০২৫

বিগ বসে অংশ নেওয়ার পর পরিচিতি পান আজাজ খান। এরপর তাকে আরও বেশ কিছু রিয়েলিটি শোতে দেখা গেছে। যদিও ২০২১ সালে একটি মাদক মামলায় গ্রেপ্তার হন আজাজ। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে জেলে থাকার সময়ের অভিজ্ঞতার কথা জানিয়েছেন তিনি। যেখানে উঠে এসেছে শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের কথা।

আজাজ জানান, তারা একসঙ্গে মুম্বাইয়ের আর্থার রোড জেলে ছিলেন। সেখানে একাধিক বিপদের সম্মুখীন হয়েছিলেন শাহরুখপুত্র। আর সেসব বিপদের হাত থেকে আরিয়ানকে নাকি বাঁচিয়েছেন তিনি।

আজাজ খানকে ২০২১ সালে গ্রেপ্তারের পর যেই জেলে রাখা হয় সেখানে আরিয়ান খানও ছিলেন। তিনি জানান, এমন পরিবেশে খুব শোচনীয় অবস্থার মধ্যে ছিলেন আরিয়ান। ৩৫০০ হাজার আসামি ছিল ওখানে, তাদের মধ্যে থাকার অর্থ কোনও নিরাপত্তা না রাখা।