প্রথমার্ধ্বের খেলায় আধিপত্য বাংলাদেশের প্রকাশিত: ৮:৪২ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০২৫ এশিয়ান কাপের বাছাই পর্বের খেলায় ভারতের বিপক্ষে আধিপত্য বিস্তার করে প্রথমার্ধ্বের খেলা শেষ করেছে বাংলাদেশ। একাধিক বার ভারতের গোল পোস্টে আক্রমণ করেছে হামজারা। তবে একাধিক বার গোলের সুযোগ মিসও করেছে তারা। আজ সন্ধ্যা সাড়ে ৭টায় ভারতের মেঘালয়ের শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়। ম্যাচের শুরুর পরই গোলের সুযোগ পেয়েছিল বাংলাদেশ।ম্যাচের ৩১ সেকেন্ডের মাথায় ভুল করে বল বাংলাদেশের মিডফিল্ডার জনির কাছে বল দিয়ে দিয়েছিলেন ভারতের গোলকিপার ভিশাল কাইথ। পোস্ট খালি পেয়েও নেটের পাশে শট মারেন জনি। ম্যাচের ৯ মিনিটের মাথায় বক্সে বল পেয়েছিলেন শাহরিয়ার ইমন। মোরসালিনের বাড়িয়ে দেওয়া বলে বলে তার হেড গোলপোস্টের পাশ ঘেষে চলে যায়। ম্যাচের ১৭ মিনিটে ডান প্রান্ত হামজার থ্রুও এনে দিয়েছিল গোলের সুযোগ। তবে জনি বাং অন্য কেউ সে সুযোগ কাজে লাগাতে পারেনি। ম্যাচের ২১ মিনিটে ইনজুরির শিকার হয়ে মাঠ ছাড়েন তপু বর্মণ। এরপরও কয়েক বার আক্রমণ করে বাংলাদেশ। কাউন্টার অ্যাটাকে ভারতও কয়েক বার আক্রমণ করে। বাংলাদেশের হয়ে ত্রাতা হয়ে দাঁড়ান গোলরক্ষক মিতুল বড়ুয়া। বাংলাদেশের শুরুর একাদশ : মিতুল মারমা ( গোলরক্ষক) , তপু বর্মন, তারিক কাজী, শাকিল তপু, সাদ উদ্দিন, হৃদয়, হামজা চৌধুরী, রাকিব হোসেন, মজিবুর রহমান জনি, মোরসালিন, রাকিব ও শাহরিয়ার ইমন SHARES ফুটবল বিষয়: ভারতেরমোরসালিনের