সড়ক দুর্ঘটনায় ঐশ্বরিয়া রাইয়ের গাড়ি

প্রকাশিত: ১২:১৬ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০২৫

বুধবার (২৬ মার্চ) মুম্বাইয়ে এই তারকার গাড়িটি সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে। গাড়ির নম্বর প্লেট ‘৫০৫০’ থেকে বোঝা গেছে যে এটি এ অভিনেত্রীর গাড়ি। শহরের ব্যস্ত সড়কে একটি সরকারি বাস পেছন থেকে ঐশ্বরিয়ার গাড়িটিকে ধাক্কা মেরেছিল। 

তবে কারোরই বড় কোন ক্ষতি হয়নি বলে জোনা গেছে। শুধু গাড়িটি সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। গত বছর দীপাবলির সময় ঐশ্বরিয়া বিলাসবহুল এই গাড়িটি কিনেছিলেন।

গাড়ির ভিতর ঐশ্বরিয়া বা বচ্চন পরিবারের অন্য কেউ ছিলেন কিনা তা এখনও নিশ্চিতভাবে জানা না গেলেও ঘনিষ্ঠ এক সূত্র থেকে জানা গেছে, দুর্ঘটনার সময় গাড়িতে ঐশ্বরিয়া ছিলেন না। বিষয়টি নিয়ে এখনও ঐশ্বরিয়া কিংবা বচ্চন পরিবারের কেউ মুখ খোলেননি।