আইএমডিবির জনপ্রিয় ১০০ সিনেমার তালিকায় শাকিবের ‘বরবাদ’

প্রকাশিত: ৭:২৯ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০২৫

আইএমডিবির জনপ্রিয় ১০০ তালিকায় মধ্যে স্থান পাওয়ায় সিনেমাটির পরিচালক মেহেদী হাসান হৃদয় উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘‘আইএমডিবি চার্টে আমাদের সিনেমা ৪৪তম স্থানে জায়গা করে নিয়েছে, তাও জনপ্রিয় সিনেমা ক্যাটাগরিতে; এটা তো আমাদের জন্য অনেক আনন্দের, গর্বের। আমাদের দেশি সিনেমা এখন বিদেশে মুক্তি পাচ্ছে, এখন আইএমডিবিতে জায়গা করে নিচ্ছে। তার মানে আমাদের বাংলাদেশের সিনেমা আন্তর্জাতিক স্তরে যাচ্ছে। এটা অবশ্যই আমাদের ইন্ডাস্ট্রির জন্য খুবই আনন্দের, একইসঙ্গে সবার জন্য গর্বের।’’

উল্লেখ্য, ঈদে মুক্তি পাওয়া এই সিনেমাটি ইতোমধ্যে ঢাকাই সিনেমার বক্স অফিসে আলোড়ন সৃষ্টি করেছে। মুক্তির ১৭ দিন পার হলেও সিনেমাটির জনপ্রিয়তা এখনও তুঙ্গে। মেহেদি হাসান হৃদয় পরিচালিত এই সিনেমাটিতে আরও অভিনয় করেছেন- ইধিকা পাল, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, যীশু সেনগুপ্ত, মামুনুর রশীদ, ফজলুর রহমান বাবু প্রমুখ।