রাজের ‘ইনসাফ’, নায়িকা ফারিণ প্রকাশিত: ১২:৫২ অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০২৫ একদিকে ঈদ সিনেমার দাপট অন্যদিকে শরিফুল রাজের দীর্ঘ নীরবতা। এই নামে যে ইন্ডাস্ট্রিতে কোনও আলোচিত নায়ক ছিলো, মাঝের সময়টাতে সেটিই যেন ভুলতে বসেছে মানুষ। যদিও ১৮ এপ্রিল টলটলে দীঘির স্থিরতা ভাঙলো এমন করে, মনে হলো ‘পরাণ’ নায়ক আসলে নিজেকে গড়ছিলেন আড়াল-নীরবতার নামে। জানা গেলো, আসছে ঈদেই হাজির হচ্ছেন নতুন ‘ইনসাফ’ নিয়ে। যেটি নির্মাণ করেছেন জিৎ-নির্মাতা সঞ্জয় সমদ্দার। কলকাতায় অভিষেক হলেও এই নির্মাতা খাঁটি বাংলাদেশী। বহুবার প্রমাণ করেছেন টিভি পর্দায় নিজেকে। এবার পালা দেশের বড় পর্দায় নিজেকে ঝালিয়ে নেওয়ার। ১৮ এপ্রিল সন্ধ্যায় তারই প্রতিচ্ছবি মিলেছে সোশ্যাল হ্যান্ডেলে। খুব নীরবে শুটিং শেষে সম্পাদনার টেবিলে আছে ছবিটি। সেখান থেকে এদিন একটি স্থিরচিত্র প্রকাশ করেন নির্মাতা। তাতেই যেন নীরবতা ভেঙে নতুন দিনের বর্তা এলো শরিফুল রাজের পক্ষে। যেখানে নায়ককে মিলেছে খালি গায়ে পেছন ফিরে বসে থাকতে। পাশে অস্ত্রধারী বেশ কয়েকজন যুবক! ছবিটি প্রকাশের পরই যেন ভোজবাজির মতো ফুটলো চলচ্চিত্রসংশ্লিষ্ট বিভিন্ন গ্রুপে। রীতিমতো ভাইরাল। শরিফুল রাজ এ প্রসঙ্গে এখনও চুপ। যেন তিনি একেবারেই কথা বলতে চান প্রেক্ষাগৃহে, কার আগে নয়। পরে বাধ্য হয়ে ‘ইনসাফ’ প্রসঙ্গে মুখ খোলেন নির্মাতা সঞ্জয়। বলেন, ‘কোরবানির ঈদে মুক্তির পরিকল্পনা রয়েছে আমাদের। একটি গানের শুটিং বাকি আছে। আগামী সপ্তাহেই হবে শুটিং। সঙ্গে চলছে সম্পাদনাও। সব ঠিক থাকলে মে মাসের প্রথম সপ্তাহ থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবো।’ জানা দরকার, এই ছবিতে শরিফুল রাজের নায়িকাসঙ্গী হলেন তাসনিয়া ফারিণ। এর আগে কলকাতা ও ঢাকার দুটি সিনেমায় অভিনয় করলেও, এবারই তাকে দেখা যাবে ফর্মুলা ছবির নায়কের নায়িকা চরিত্রে। SHARES বিনোদন বিষয়: আলোচিতকলকাতায়