মানসিক স্বাস্থ্যের জন্য ফুটবল থেকে দূরে থাকার সিদ্ধান্ত সাবেক ব্রাজিল কোচের

প্রকাশিত: ১০:৪১ পূর্বাহ্ণ, এপ্রিল ২৪, ২০২৫

মানসিক ও শারীরিক স্বাস্থ্যের যত্ন নিতে অনির্দিষ্টকালের জন্য ফুটবলের কর্মময় জীবন থেকে বিরতি নিচ্ছেন সাবেক ব্রাজিল কোচ তিতে।

৬৩ বছর বয়সী এই কোচের অধীনে ২০১৯ সালে কোপা আমেরিকা জিতেছিল ব্রাজিল। গত আগস্টে হৃদরোগজনিত সমস্যার কারণে তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। এরপর মাসখানেকের মধ্যেই তাকে বরখাস্ত করে ফ্ল্যামেঙ্গো। সম্প্রতি করিন্থিয়ান্স ক্লাবের কোচ হওয়ার প্রক্রিয়ার মধ্যেও ছিলেন। কিন্তু বাস্তবে সেসব কিছুই এখন হচ্ছে না। তিতে তার ছেলে মাতেউস বাচির ইনস্টাগ্রামে মঙ্গলবার দেওয়া এক বিবৃতিতে বলেছেন, ‘আমি উপলব্ধি করেছি যে, এমন সময় আসে যখন মানুষ হিসেবে স্বীকার করতে হয় আমি দুর্বল হয়ে পড়েছি এবং সেটি স্বীকার করাটাই আমাকে আরও শক্তিশালী করে তুলবে।’

তিনি আরও বলেছেন, ‘আমি আমার কাজকে ভীষণ ভালোবাসি এবং ভবিষ্যতেও ভালোবাসবো, কিন্তু পরিবারে আলোচনার পর এবং নিজের শরীর পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নিয়েছি যে, যতদিন দরকার নিজেকে ভালো রাখার জন্য সবচেয়ে ভালো হবে কিছুদিনের জন্য কর্মজীবন থেকে বিরতি নেওয়া।’

করিন্থিয়ান্স ক্লাবের কোচ হওয়া নিয়ে তিনি বলেছেন, ‘সবাই জানেন, করিন্থিয়ান্সের সঙ্গে একটি আলোচনা চলছিল, তবে এই কঠিন কিন্তু প্রয়োজনীয় সিদ্ধান্তের কারণে সেটা আপাতত স্থগিত রাখতে হচ্ছে।’

২০২২ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়ার পর ব্রাজিল জাতীয় দলের কোচের পদ ছেড়ে দেন তিতে। তিনি এর আগে গ্রেমিও, অ্যাতলেতিকো মিনেইরো এবং পালমেইরাসসহ বেশ কয়েকটি ব্রাজিলিয়ান ক্লাবের কোচিংয়ে যুক্ত ছিলেন।