বড় জয় ও কেইনের রেকর্ডে বায়ার্নের মৌসুম শেষ

প্রকাশিত: ১১:১৩ পূর্বাহ্ণ, মে ১৮, ২০২৫

বুন্ডেসলিগায় হফেনহাইমের বিপক্ষে ৪-০ গোলের জয় দিয়ে মৌসুম শেষ করেছে বায়ার্ন মিউনিখ। এটি ক্লাব কিংবদন্তি টমাস মুলারের শেষ লিগ ম্যাচ হিসেবেও স্মরণীয় হয়ে থাকবে।

শনিবার প্রেজিরো অ্যারেনাতে ম্যাচের ৩৩তম মিনিটে মাইকেল ওলিসে ফ্রি-কিক থেকে গোল করেন। বিরতির পর ৫৩তম মিনিটে জোশুয়া কিমিখ ব্যবধান বাড়ান। এরপর ৮০তম মিনিটে সার্জ জিনাব্রি তৃতীয় গোল করেন। আর হ্যারি কেইন ৮৬তম মিনিটে কফিনে শেষ পেরেকটি ঠুকেন।

এই জয়ে বায়ার্ন মৌসুম শেষ করল ৮২ পয়েন্ট নিয়ে, যা দ্বিতীয় স্থানে থাকা বায়ার লেভারকুজেনের চেয়ে ১৩ পয়েন্ট বেশি।

হ্যারি কেইন এই ম্যাচে গোল করে মৌসুমে নিজের গোলসংখ্যা ২৬-এ নিয়ে যান এবং টানা দ্বিতীয় মৌসুমে বুন্দেসলিগার সর্বোচ্চ গোলদাতা হন। এটি তাকে প্রথম খেলোয়াড় হিসেবে টানা দুই মৌসুমে বুন্দেসলিগায় সর্বোচ্চ গোলদাতা হওয়ার গৌরব এনে দেয়।

এই ম্যাচটি ছিল টমাস মুলারের বুন্ডেসলিগায় বায়ার্নের হয়ে শেষ ম্যাচ। ৩৫ বছর বয়সী এই মিডফিল্ডার ক্লাবের হয়ে ৫০৩টি লিগ ম্যাচ খেলেছেন এবং ১৩টি বুন্দেসলিগা ও ২টি চ্যাম্পিয়ন্স লিগসহ অসংখ্য শিরোপা জিতেছেন।

বায়ার্ন ৩৪তম এবং গত ১৩ বছরে ১২তম বারের মতো লিগ শিরোপা জিতেছে। কোচ ভিনসেন্ট কোম্পানি তার প্রথম মৌসুমেই বায়ার্নকে লিগ চ্যাম্পিয়ন করেছেন।