মোরসালিন, দিয়াবাতে ও বোয়েটাংয়ের হ্যাটট্রিক, কিংস প্রথমবার তৃতীয়!

প্রকাশিত: ৬:৪২ অপরাহ্ণ, মে ২৭, ২০২৫

প্রিমিয়ার লিগে টানা পঞ্চমবারের মতো চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। লিগে অভিষেকের পর কখনও তারা রানার্সআপ হয়নি। এবার তো চ্যাম্পিয়ন কিংবা রানার্সআপের মর্যাদা ভাগ্যে জোটেনি। প্রথমবারের মতো তাদের ফুটবল ইতিহাসে হতে হয়েছে তৃতীয়!

কিংস অ্যারেনাতে আজ আগেরবারের চ্যাম্পিয়ন কিংস  ৫-৩ গোলে ঢাকা ওয়ান্ডারার্সকে হারায়। সাদিক আহমেদের গোলে ওয়ান্ডারার্স এগিয়ে গেলেও লিড ধরে রাখা যায়নি। শেখ মোরসালিন করেন হ্যাটট্রিক। ৪২, ৪৫ ও ৬৬ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ হয়। রাব্বি হোসেন রাহুল ও রাকিব হোসেন একটি করে গোল করেন।

১৮ ম্যাচে নবম জয় পেয়েছে কিংস। ৩২ পয়েন্ট নিয়ে হয়েছে তৃতীয়। সমান ম্যাচে ওয়ান্ডারার্স আগের ১০ পয়েন্ট নিয়ে অবনমিত।

দিনের অন্য ম্যাচে গাজীপুর স্টেডিয়ামে মোহামেডান স্পোর্টিং ৬-১ গোলে ইয়ংমেন্স ফকিরেরপুলকে হারায়। সুলেমানে দিয়াবাতে একাই করেন ৫ গোল।

৫, ২৩, ৩৯, ৭১ ও ৯০ মিনিটে মালির স্ট্রাইকার গোল পান। এছাড়া ৮১ মিনিটে সৌরভ দেওয়ান একটি গোল করেন।

মোহামেডান ১৮ ম্যাচে ১৩ জয়ে ৪২ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে লিগ শেষ করেছে। সমান ম্যাচে ইয়ংমেন্স আগের ১৯ পয়েন্টে ১০ম স্থানে।

মুন্সীগঞ্জের স্টেডিয়ামে রহমতগঞ্জ ৪-১ গোলে পুলিশ এফসিকে হারায়। বোয়েটাং করেন হ্যাটট্রিক। ১৬ গোল করে বোয়েটাং শীর্ষ গোলদাতা হলেন। দুই গোল কম নিয়ে দিয়াবাতে এরপরই অবস্থান করছেন।

১৮ ম্যাচে নবম জয়ে ৩০ পয়েন্ট নিয়ে চতুর্থ হয়েছে রহমতগঞ্জ। পুলিশ আগের ২৭ পয়েন্ট নিয়ে ষষ্ঠ।

এবারের লিগে চট্টগ্রাম আবাহনী ও ঢাকা ওয়ান্ডারার্সের অবনমন নিশ্চিত হয়েছে। আজকের চারটি ম্যাচ দিয়ে এবারের লিগের পাশপাশি ঘরোয়া মৌসুম শেষ হয়েছে।