আমি জানতে চাই, আমার অনেকগুলো বর কোথায়? প্রকাশিত: ৩:২২ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০২৪ ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি। ব্যক্তিজীবনের নানা ঘটনাকে কেন্দ্র করে বিতর্কিত-সমালোচিতও হয়েছেন তিনি। বিশেষ করে নায়িকার প্রেম, বিয়ে— সবসময়ই ছিল ভক্তদের আলোচনার কেন্দ্রে। সম্প্রতি ভারতীয় বাংলা সিনেমা ‘ফেলু বক্সী’তে অভিনয় করেছেন পরী। শুটিংয়ের ফাঁকে আনন্দবাজারের মুখোমুখি হয়েছিলেন এই নায়িকা। যেখানে পরী বলেছেন, আসলে আমাকে বেশিরভাগ লোকই অকারণে ভুল বোঝে। এমন সব উদ্ভট তথ্য বলে যে মাঝে মাঝে আমিই দ্বিধায় পড়ে যাই যে তারা কোন পরীর কথা বলছে? পরীর কাছে প্রশ্ন রাখা হয়, বাংলাদেশের সমাজ রক্ষণশীল। সে জায়গায় দাঁড়িয়ে কাউকে পরোয়া না করার সাহস কোথায় পান? জবাবে বিশ্বসুন্দরী’খ্যাত এই অভিনেত্রী বলেন, ‘সবাই কারো না কারো কথা শুনে কাজ করে। কিন্তু ব্যক্তি স্বাধীনতা বলে তো একটা বস্তু আছে। তাই বলে কারো ক্ষতি করে কিছু করতে চাই না। আমাকে ঘোমটা দিয়ে চলতে হবে কিংবা মেয়ে বলে কোনো কাজ করতে পারব না। এ ধরনের চাপিয়ে দেওয়া জিনিস ছোটবেলা থেকে মেনে নিতে পারিনি। আমি যখন এগুলো নিয়ে কথা বলি, লোকে “বেয়াদব” বলে। আমি আসলে এ রকম বেয়াদব হতে চাই, এ রকমই বেয়াদব থাকতে চাই। যদি নিজের মতো করে বাঁচতে চাইলে বেয়াদব হতে হয়, আমার অসুবিধে নেই।’ SHARES বিনোদন বিষয়: পরীমণিসিনেমা