দাঁতে রুট ক্যানেল চিকিৎসা করা হয় কখন প্রকাশিত: ১১:০২ পূর্বাহ্ণ, জুলাই ১, ২০২৪ দাঁতের সমস্যায় অনেকেই ভুগে থাকেন। নানা কারণে দাঁতে ক্ষয় বা গর্ত দেখা দিতে পারে। সেই গর্ত যদি দাঁতের অ্যানামেল, ডেন্টিনকে ভেদ করে দাঁতের মজ্জাকে আক্রান্ত করে,তখন চিকিৎসা দেওয়া হয়। এটি রুট ক্যানেল নামে পরিচিত। কারণ সঠিক সময়ে দাঁতের চিকিৎসা না করলে ভবিষ্যতে জটিলতা বাড়তে থাকে। দাঁতের বিভিন্ন সমস্যায় চিকিৎসকরা সমস্যাভেদে বিভিন্ন ট্রিটমেন্টের পরামর্শ দিতে থাকেন। তার মধ্যে রুট ক্যানেল ট্রিটমেন্ট অন্যতম। ক্যারিজ বা আঘাতজনিত কারণে দাঁতের স্তর ক্ষয়প্রাপ্ত হয় কিংবা দন্ত মজ্জায় বা পাল্পে ইনফেকশন হয়। সেক্ষেত্রে অনেক সময় দাঁতের রুট ক্যানেল চিকিৎসার দরকার হয়ে পড়ে। ক্ষেত্র বিশেষে দাঁতে রুট ক্যানেল চিকিৎসা প্রয়োজন হয়। দাঁতে কখন রুট ক্যানেল ট্রিটমেন্ট দরকার সেটি একমাত্র চিকিৎসক আপনার দাঁত পরীক্ষা করে বলতে পারবেন। যেমন: ১. অনেক সময় দেখা যায়, ক্যারিজ শুধু রোগীর দাঁতের অ্যানামেল বা ডেন্টিনের সামান্য অংশে ছড়িয়েছে। সেক্ষেত্রে ওই অংশটুকু পরিষ্কার করে শুধু ফিলিং করে দিলেই চলে। যদি দেখা যায় ক্যারিজ দাঁতের পাল্প বা দন্তমজ্জা পর্যন্ত ছড়িয়েছে এবং রোগী সেখান থেকে কান, মাথা ও চোখে তীব্র ব্যথা অনুভব করছেন, সেক্ষেত্রে রুট ক্যানেল চিকিৎসার প্রয়োজন হয়। ২. দাঁতে গর্ত থাকার কারণে সারাদিন অল্প অল্প ব্যথা থাকলেও ঘুমানোর সময় ব্যথা যদি প্রচণ্ড মাত্রায় বেড়ে যায় বা ব্যথার কারণে যদি গভীর রাতে ঘুম ভেঙে যায়, তখন বুঝতে হবে দাঁতে রুট ক্যানেল চিকিৎসার প্রয়োজন। ৩. দাঁতের গর্ত তৈরি হয়েছে এবং সে জায়গায় ঠান্ডা বা মিষ্টিজাতীয় খাবার খেলে প্রচণ্ড শিরশির করে, ব্যথা হয় এবং সে ব্যথা ১৫ থেকে ২০ সেকেন্ডের পরও কমে না। তখন বুঝতে হবে ওই দাঁতে রুট ক্যানেল করতে হবে। ৪. কোনো ধরনের আঘাতে রোগীর দাঁত ক্ষতিগ্রস্ত হয়েছে, দাঁতের রং বদলে যাচ্ছে– সে ক্ষেত্রে রুট ক্যানেল চিকিৎসার প্রয়োজন হয়। ৫. যখন একটি দাঁত সংক্রমিত হয়, অবহেলার কারণে দাঁতের গোড়ায় ইনফেকশন হয়ে পুঁজ জমা হতে থাকে এবং মাড়ি ফোলা বা নরম থাকে তখন রুট ক্যানেল চিকিৎসার প্রয়োজন হতে পারে। প্রতিটি দাঁতের নির্দিষ্ট শক্তি থাকে, যা নষ্ট হলে ক্ষয় শুরু হয়ে যায়। তখন শক্ত খাবার খেলে দাঁত ভেঙে যায়। আর তার জন্যই রুট ক্যানেল করার পর ক্যাপ বসানো হয়। লেখক: ডেন্টাল সার্জন, সিকদার ডেন্টাল কেয়ার, মিরপুর, ঢাকা SHARES স্বাস্থ্য বিষয়: ডেন্টিনেরদাঁতেরসমস্যায়