মৃত্যুর আগ মুহূর্তে মানুষ কী দেখে? কেনো ভয় পায়?

প্রকাশিত: ৩:১৭ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২৪

মুত্যু আপনার দুয়ারে হাজির হবেই। এ থেকে মুক্তির কোনো উপাই নেই। পৃথিবীর সব প্রাণীকে একদিন মরতে হবে। আর সে মৃত্যু কেমন হয়, তার ওপর একটি গবেষণা দীর্ঘদিন ধরে চলে আসছে। মৃত্যুর সময় একজন মানুষের কি অবস্থা হয়। তিনি তখন কি করেন কিংবা ভাবেন সব বিষয়ে গবেষণা চলছে।

“মৃত্যু আপনাকে জীবনের এক প্রতিবিম্বের সামনে দাঁড় করায়। মানুষ তখন তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর উপর ফোকাস করে, যা জীবদ্দশায় তাদের সবচেয়ে বড় অর্জন। আর সেটা হলো তাদের সম্পর্কগুলো।”

“আশ্চর্যের বিষয় হলো, এই ভাবনা প্রায়শ খুব অর্থপূর্ণ এবং শান্তিদায়ক উপায়ে ফিরে আসে, যা জীবনকে সার্থকতা দেয় এবং ফলস্বরূপ, মৃত্যুর ভয় কমে যায়।”

জানা যায়, মার্কিন চিকিৎসক ক্রিস্টোফার কের ১৯৯৯ সালের এপ্রিলে এক অভূতপূর্ব অভিজ্ঞতার সাক্ষী হন যা তার কর্মজীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল।