শিরোপা নিয়ে না ভেবে এভাবেই ছুটতে চান আর্তেতা প্রকাশিত: ৫:৪৪ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২৫ ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচের শুরুতে পিছিয়ে পড়ার ধাক্কা সামলে দল যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, যে আত্মবিশ্বাসী ফুটবল উপহার দিয়েছে, তাতে আরও আশাবাদী হয়ে উঠেছেন আর্সেনাল কোচ মিকেল আর্তেতা। তবে খুব দূরের কিছু না ভেবে, জয়ের ধারায় লক্ষ্যে এগিয়ে যেতে চান তিনি। প্রিমিয়ার লিগের টেবিলে বেশ বড় ব্যবধানে এগিয়ে গেছে লিভারপুল। তাই শিরোপা লড়াইয়ে আপাতত তাদের ওপর চাপ ধরে রাখাই মূল লক্ষ্য আর্তেতার। ব্রেন্টফোর্ডের মাঠে বুধবার রাতের ম্যাচটি ৩-১ গোলে জিতে ব্যবধানটা ৬ পয়েন্টে নামিয়ে এনেছে তারা। ব্রায়ান এমবিউমোর গোলে শুরুতে পিছিয়ে পড়ার পর সমতা টানেন গাব্রিয়েল জেসুস। দ্বিতীয়ার্ধে মিকেল মেরিনো সফরকারীদের এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান গাব্রিয়েল মার্তিনেল্লি। চাপ সামলে পাওয়া দারুণ এই জয়ের পরও আর্তেতার কণ্ঠে শোনা গেল সেই একই বার্তা, নিজেদের কাজটা করে যেতে চান। “আমি মনে করি, দল দারুণ আত্মবিশ্বাসী, গোছানো ফুটবল উপহার দিয়েছে, চাপ ধরে রেখে লড়াই চালিয়ে গেছে। আমরা কেবল পরের ম্যাচটি জিততে পারি এবং এরপর দেখা যাবে কী হয়।” “এটা (শিরোপা ভাগ্য) আমাদের হাতে নেই। আমাদের হাতে যা আছে, তা হলো, আমাদের কাজটা যেন আমরা ঠিকঠাক করতে পারি।” সবশেষ গত ২ নভেম্বর নিউক্যাসল ইউনাইটেডের মাঠে হারের পর আর পরাজিত হয়নি আর্সেনাল। সেই থেকে লিগে টানা ৯ ম্যাচ অপরাজিত দলটি। আর সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১১ ম্যাচ হারেনি তারা। লিগে টানা তৃতীয় জয়ের পর ১৯ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠেছে আর্সেনাল। এক ম্যাচ কম খেলে ৪৫ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। SHARES ফুটবল বিষয়: আর্সেনালব্রেন্টফোর্ডেরলিভারপুল