৮ ফেব্রুয়ারিতে আসছে ভালোবাসার নাটক ‘ব্যথার বাগান’

প্রকাশিত: ৫:১১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২৫

৮ ফেব্রুয়ারিতে এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে প্রিমিয়ার হবে ‘ব্যথার বাগান’ নামের নাটকটি। এই ভালোবাসার মাসে ব্যথার বাগান নাটকটি একটি ভালোবাসা, বন্ধুত্ব, বিশ্বাস ও ত্যাগের গল্প নিয়ে হাজির হচ্ছে।

এই নাটকের পরিচালক ইফফাত জাহান মম। তিনি এর আগে চলচ্চিত্র ‘মুনতাসির’ বানিয়ে প্রশংসিত হয়েছেন সকল মহলে। নাটকটির গল্প ভাবনা এই সময়ের জনপ্রিয় লেখক কিঙ্কর আহসানের। কামরুজ্জামান সরকার তুমনের মনোমুগ্ধকর সিনেমাটোগ্রাফি কাজটিকে সমৃদ্ধ করেছে।

বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব ও আইশা খানকে ঘিরে গড়ে উঠেছে এই নাটকের গল্প। লেখক কিঙ্কর আহসান এই নাটকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। এই নাটকের মিউজিক করেছেন জাহিদ নীরব। মাশা ইসলাম ও হাসিবুল নিবীর গান গেয়েছেন এই গল্পের জন্য। তারিক তুহিনের লেখা গানে মুগ্ধ হবে সবাই।

এ নাটকের প্রযোজনা প্রতিষ্ঠান কে এস ফিল্মস। ব্ল্যাক পেপার ফিল্মস ব্যানারে নাটকটি নির্মাণ করা হয়েছে।