ব্রাজিলিয়ান মডেলকে স্পর্শ, যুবক গ্রেপ্তার

প্রকাশিত: ৩:২২ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০২৫

ব্রাজিলের এক মডেলকে ব্যাঙ্গালোরের ফ্ল্যাটে যৌন হয়রানি করেছে এক ডেলিভারি এজেন্ট কুমার রাও পাওয়ার। যৌন হয়রানির অভিযোগ করেছেন ওই মডেল। এ খবর দিয়ে অনলাইন ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, ব্যাঙ্গালোর পুলিশের তথ্য অনুযায়ী, ২২ বছর বয়সী ডেলিভারি এজেন্ট কুমার রাও পাওয়ারকে তারা গ্রেফতার করেছে। অভিযুক্ত পাওয়ার একটি প্রাইভেট কলেজের ছাত্র এবং পার্ট-টাইম ব্লিঙ্কিট-এর হয়ে কাজ করেন। তাকে প্যারাপ্পনা আগ্রাহারা সেন্ট্রাল প্রিজনে ১৪ দিনের বিচারিক হেফাজতে রাখা হয়েছে। অভিযোগ অনুযায়ী, ১৭ই অক্টোবর ব্রাজিলিয়ান ওই মডেল তার অনলাইনে অর্ডার করা গ্রোসারি প্যাকেজ নেয়ার জন্য দরজা খোলেন। এ সময় কুমার রাও পাওয়ার অশালীন আচরণ করেন এবং অযাচিতভাবে তাকে স্পর্শ করেন। ওই মডেল পরিস্থিতি দেখে তাকে পিছনে ঠেলে দেন এবং দরজা বন্ধ করেন। প্রাথমিকভাবে ভিকটিম চুপ ছিলেন, পরে তিনি তার রুমমেটকে বিষয়টি জানান। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়। ভিকটিমের সহকর্মী ২৫ অক্টোবর আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেন।

পুলিশ জানিয়েছে, ভিকটিম দুই মাস ধরে শহরে অবস্থান করছিলেন। কর্মসংস্থানের ব্যবস্থায় বরাদ্দ দেয়া ওই বাসায় থাকতেন। সেখানে আরও দুই বিদেশী মডেল থাকতেন। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ডিপ্লোমা ছাত্র এবং পার্ট-টাইম ডেলিভারি এজেন্ট হিসেবে কাজ করতেন। এর আগেও ২৩শে অক্টোবর ইন্দোরে দুটি অস্ট্রেলিয়ান মহিলা ক্রিকেটার যৌন হয়রানির শিকার হন। ঘটনাটি নাগরিক নিরাপত্তা ও অনলাইন ডেলিভারি সেবার নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে।