রাবার বাগান থেকে রোহিঙ্গা যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশিত: ১২:৩৮ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২৫
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে একটি রাবার বাগান থেকে আব্দুল শুক্কুর নামে এক রোহিঙ্গা যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।গত শুক্রবার (৩১ অক্টোবর) উপজেলার ঘুমধুম টিভি টাওয়ারের পাশের রাবার বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।নিহত আব্দুল শুক্কুর উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প ২–ইস্টের ডি–৪ ব্লকের বাসিন্দা সায়েদ আলমের ছেলে।
স্থানীয়রা জানায়, শুক্রবার সকাল দশটার দিকে উপজেলার ঘুমধুম টিভি টাওয়ার রাবার বাগানে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ দেখে স্থানীয়রা। এতে পুলিশে খবর দেয় তারা। পরে ঘুমধুম তদন্ত কেন্দ্র পুলিশ মরদেহটি উদ্ধার করে।