২৭ নারী পুলিশ আহত

প্রকাশিত: ১২:৪৩ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২৫
চট্টগ্রাম দামপাড়া পুলিশ লাইনসে বাস উল্টে ২৭ নারী পুলিশ সদস্য আহত হয়েছেন। গত শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে পুলিশ লাইনস থেকে বের হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
সিএমপির উপ-কমিশনার মো. হাসান মোস্তফা স্বপন বলেন, পুলিশ সদস্যরা সাগরিকা স্টেডিয়ামে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে ক্রিকেট ম্যাচের দায়িত্ব পালনের জন্য যাচ্ছিলেন। তাদের বহনকারী বাস দামপাড়া পুলিশ লাইনসের ভেতরে উঁচু স্থান থেকে ঢালু রাস্তায় নামার সময় নিয়ন্ত্রণ হারায়। এরপর গাছের সঙ্গে ধাক্কা লাগে।
তিনি আরও জানান, বাসে থাকা ২৭ পুলিশ সদস্য আহত হন। তবে তাদের কারও অবস্থা তেমন গুরুতর নয়।