লন্ডনগামী বিমানের সঙ্গে বোর্ডিং ব্রিজের সংঘর্ষ

প্রকাশিত: ৪:১২ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০২৫

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে লন্ডনগামী বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-২০১-এর ইঞ্জিনের সঙ্গে বোর্ডিং ব্রিজের ধাক্কা লাগে। ফলে ফ্লাইটটির যাত্রা বিলম্বিত হয়েছে। আজ সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাটি ঘটে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার মডেলের বিজি-২০১ ফ্লাইটটি যাত্রী বোর্ডিং চলাকালে বোর্ডিং ব্রিজে আঘাত পায়। এতে বিমানের একটি ইঞ্জিনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রকৌশলীরা বিমানের প্রযুক্তিগত অবস্থা পরীক্ষা করছেন।

পরীক্ষা শেষে নির্ধারণ করা হবে বিমানটি উড্ডয়নের উপযোগী কি না। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রকৌশল বিভাগ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত ইঞ্জিন ও বিমানের কাঠামোগত অংশ পরীক্ষা শেষে প্রয়োজনীয় মেরামতের কাজ করা হবে।