চট্টগ্রামের সড়কে প্রাণ হারালেন বিদেশি নারী শিক্ষার্থী প্রকাশিত: ১:৫৫ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২৪ চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় সড়ক বিভাজনের সঙ্গে পাজেরো গাড়ির ধাক্কা লেগে এক বিদেশি নারী শিক্ষাথীর (২৫) মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) ভোরে লিংক রোডের চরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক নিহতের নামপরিচয় জানা যায়নি। নিহত ওই শিক্ষার্থী লাউসের নাগরিক বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব হোসেন। তিনি পূর্বকোণকে বলেন, আজ সকালে সড়ক বিভাজনের সঙ্গে একটি পাজেরো গাড়ির ধাক্কা লাগে। এতে এক বিদেশি নারী শিক্ষার্থী গুরুতর আহত হয়। দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি লাউসের নাগরিক এবং এশিয়ান উইমেন ইউনিভার্সিটির শিক্ষার্থী। SHARES দুর্ঘটনা বিষয়: চট্টগ্রামপতেঙ্গাশিক্ষাথী