জানাজা থেকে ফিরছিলেন, ট্রাকচাপায় জামাই-শাশুড়িসহ নিহত ৩

প্রকাশিত: ১১:৪৯ পূর্বাহ্ণ, মে ৮, ২০২৪

শেরপুরের নকলা উপজেলায় জানাজা থেকে ফেরার পথে ট্রাকচাপায় জামাই-শাশুড়িসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো তিনজন।

মঙ্গলবার (৭ মে) রাত ৯টার দিকে উপজেলার গড়েরগাঁও-পাইস্কা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- রাজা মিয়া, জবেদা বেগম ও আবেদা বেগম। এরমধ্যে জবেদা বেগম ও রাজা মিয়া সম্পর্কে শাশুড়ি ও মেয়ের জামাই।

জানা যায়, আত্মীয়র জানাজা শেষে অটোরিকশায় করে শেরপুরের নালিতাবাড়ীতে ফিরছিল রাজামিয়াসহ ছয়জন। পথে নকলা পাইস্কা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই নালিতাবাড়ীর রাজা মিয়া ও তার শাশুড়ি জবেদা বেগম মারা যান। আহত হন আরো চারজন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আবেদা বেগম নামে আরো একজন মারা যান।

এদিকে আহত রাজা মিয়ার স্ত্রী সুলতানাকে শেরপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি দুইজন অন্য হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

নকলা থানার ওসি আব্দুল কাদির খান বলেন, ঘটনাস্থলে দুইজন আর হাসপাতালে নেয়ার পথে আবেদা খাতুন নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।