টিকা না পেয়ে সৌদিগামীদের বিক্ষোভ

প্রকাশিত: ১:৩৪ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২৫

সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী, নতুন করে ওমরা কিংবা ভিজিট ভিসায় দেশটিতে যাওয়া যাত্রীদের ম্যানিনজাইটিসের টিকা নেওয়া বাধ্যতামূলক। তবে ঢাকায় চাহিদা অনুযায়ী টিকা না পেয়ে বিক্ষোভ করেছেন সৌদিগামী যাত্রীরা। এসব যাত্রীদের মধ্যে কেউ কাজের জন্য, আবার কেউ ওমরা পালনের জন্য সৌদি আরব যাবেন। মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার পর থেকে রাজধানীর পান্থপথে স্কয়ার হাসপাতালের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন প্রায় ৩০০ জন প্রবাসী। এরপর দুপুর সাড়ে ১২টার দিকে প্রবাসী কল্যাণ ভবনের সামনে অবস্থান নেন।

এদিকে পান্থপথে বিক্ষোভ শুরুর পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ডিএমপির তেজগাঁও বিভাগের পুলিশ কর্মকর্তারা উপস্থিত হন।

সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী, নতুন করে ওমরা কিংবা ভিজিট ভিসায় দেশটিতে যাওয়া যাত্রীদের ম্যানিনজাইটিসের টিকা নেওয়া বাধ্যতামূলক। তবে ঢাকায় চাহিদা অনুযায়ী টিকা না পেয়ে বিক্ষোভ করেছেন সৌদিগামী যাত্রীরা। এসব যাত্রীদের মধ্যে কেউ কাজের জন্য, আবার কেউ ওমরা পালনের জন্য সৌদি আরব যাবেন। মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার পর থেকে রাজধানীর পান্থপথে স্কয়ার হাসপাতালের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন প্রায় ৩০০ জন প্রবাসী। এরপর দুপুর সাড়ে ১২টার দিকে প্রবাসী কল্যাণ ভবনের সামনে অবস্থান নেন।

এদিকে পান্থপথে বিক্ষোভ শুরুর পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ডিএমপির তেজগাঁও বিভাগের পুলিশ কর্মকর্তারা উপস্থিত হন।