বরিশালে বাসের ধাক্কায় পৌর কর্মচারীসহ নিহত ২

প্রকাশিত: ১১:৩৩ পূর্বাহ্ণ, মার্চ ১২, ২০২৫

বরিশালের গৌরনদীতে বাসের ধাক্কায় পৌর কর্মচারীসহ দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১১ মার্চ) দিবাগত রাত সোয়া ১টার দিকে উপজেলার মদিনা বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—গৌরনদী পৌরভবনের কর্মচারী মো. আব্দুর রাজ্জাক ঘরামি (৪৭) ও ভ্যানচালক স্বপন খান (৫৬)।

গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বিপুল হোসেন বলেন, একটি ভ্যানে করে বাসায় ফিরছিলেন রাজ্জাক ঘরামি। অজ্ঞাত একটি বাসের ধাক্কায় ইঞ্জিনচালিত ভ্যান উল্টে গিয়ে ভ্যানের যাত্রী ও চালক আহত হন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। নিহত আব্দুর রাজ্জাক ঘরামি দক্ষিণ পালরদী গ্রামের বাসিন্দা বাবুল ঘরামির ছেলে ও স্বপন খান কালকিনি উপজেলার রমজানপুর গ্রামের মৃত সুরাত খানের ছেলে।গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান বলেন, অজ্ঞাতনামা বাসটিকে শনাক্তে আমরা কাজ করছি। মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।