সিরাজগঞ্জে ট্রাক ও ভ্যানের সংঘর্ষে নিহত ২

প্রকাশিত: ১০:২৮ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০২৫

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ট্রাক ও ব্যাটারিচালিত ভ্যানের সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে।

শনিবার সন্ধ্যায় উপজেলার ভুঁইয়াগাতী পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে ঢাকা-বগুড়া মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন রায়গঞ্জের ঘুড়কার দাসপাড়া গ্রামের সুশান্ত কুমার সাহা (৫৫) ও উল্লাপাড়া উপজেলার ডেফলবাড়ী গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মেরাজুল ইসলাম (১২)।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুর রউফ বলেন, মুরগিবাহী ট্রাকটি ঢাকা থেকে বগুড়া যাচ্ছিল। আর ব্যাটারিচালিত ভ্যানটি যাচ্ছিল ঘুড়কার দিকে। দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আহত হন ভ্যানের পাঁচ আরোহী।

ওসি বলেন, আহতদের আশপাশের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।